• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

এএফসি কাপে ‘ডু অর ডাই’ ম্যাচে মাঠে নামছে বসুন্ধরা


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৪, ২০২১, ০৪:০০ পিএম
এএফসি কাপে ‘ডু অর ডাই’ ম্যাচে মাঠে নামছে বসুন্ধরা

ঢাকা:  এএফসি কাপের গ্রুপ পর্বে আজ নিজেদের শেষ ম্যাচে ভারতের মোহনবাগানের বিপক্ষে মাঠে নামছে বসুন্ধরা কিংস।

জিততে পারলে বসুন্ধরা পেয়ে যাবে আন্ত-আঞ্চলিক সেমিফাইনালের টিকিট। ড্র করলে অবশ্য লাভ নেই, মোহনবাগানই চলে যাবে সেমিফাইনালে। অর্থাৎ ম্যাচটি বাংলাদেশের জন্য ডু অর ডাই ম্যাচ। মালদ্বীপের মালেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ বিকেল পাঁচটায়। 

এর আগে কোনো টুর্নামেন্টেই মুখোমুখি হয়নি বসুন্ধরা-মোহনবাগান। তবে ২০১৭ সালে এএফসি কাপের দুই পর্বে মোহনবাগানের বিপক্ষে খেলেছিল বাংলাদেশের আরেক বড় ক্লাব আবাহনী লিমিটেড। ঘরের মাঠে ১-১ গোলে ড্র করলেও কলকাতায় ৩-১ গোলে হেরেছিল আবাহনী। এই ম্যাচেও কাগজে-কলমে মোহনবাগানকে কিছুটা এগিয়ে রাখতেই হচ্ছে।

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে আজ দুটি পরিবর্তন নিয়ে একাদশ সাজাতে বসুন্ধরা। একাদশে ঢুকতে পারেন হোল্ডিং মিডফিল্ডার আতিকুর রহমান (ফাহাদ) ও রাইটব্যাক সুশান্ত ত্রিপুরা। তারা এলে একাদশে থাকা হচ্ছে না বিপলু আহমেদ ও মাহবুবুর রহমানের (সুফিল)। মাহবুবুরের জায়গায় রাইট উইঙ্গার হিসেবে খেলানো হতে পারে সুশান্তকে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, ওদিকে মোহনবাগান ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএসএলের রানার্সআপ। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!