• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

মাঠে নামছেন মেসি, টিকিট বিক্রির রেকর্ড গড়ল পিএসজি


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৪, ২০২১, ১০:০১ পিএম
মাঠে নামছেন মেসি, টিকিট বিক্রির রেকর্ড গড়ল পিএসজি

ঢাকা: পিএসজির হয়ে লিওনেল মেসি কবে মাঠে নামছেন তার একটা ইঙ্গিত দিয়ে রেখেছেন ক্লাবটির কোচ মাওরিসিও পচেত্তিনো।

সম্ভাব্য তারিখ হিসেবে রাঁসের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছেন মেসি। এই খবরে মাত্র ১০ দিনের মাথায় আর্জেন্টাইন এ ফরোয়ার্ডের সম্ভাব্য ম্যাচের টিকিট বিক্রির নতুন রেকর্ড গড়েছে পিএসজি। 

ইতোমধ্যে ম্যাচটির ২০ হাজার ৫৪৬ টিকেট বিক্রি হয়ে গেছে। আগামী রোববার সেখানে (রাঁসে) খেলতে যাবে পিএসজি। স্টেডিয়ামের বাইরে ১০দিন আগে থেকেই ঝুলছে ‘নো টিকিট’ এর সাইনবোর্ড!

বিশ্বের বিভিন্ন দেশ থেকে টিকিট কিনেছেন সমর্থকরা। ফরাসি সংবাদমাধ্যম লে’কিপকে রাসের বক্স অফিসের প্রধান আলেকসঁদ জেনা বলেন, ‘অনলাইনে চিলি, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, মিশর ও ভারত থেকে কেনা হয়েছে টিকিট। ’

পিএসজির জার্সিতে মেসির অভিষেকের দিনটি কতটা বিশেষ হতে যাচ্ছে, তা বুঝা যায় সংবাদমাধ্যমগুলোর অ্যাক্রিডিটেশন চাওয়ার মাধ্যমে। লেকিপের তথ্য অনুযায়ী, এরই মধ্যে ১২০টি আবেদন করা হয়েছে। এর আগে এত বেশি অ্যাক্রিডিটেশনের আবেদন পাওয়া যায়নি বলে জানিয়েছেন রাসের এক অফিসিয়াল।

লে’কুইপকে তিনি বলেন, ‘ঘরের মাঠে রাসের ম্যাচে অ্যাক্রিডিটেশনের (সাংবাদিকদের) রেকর্ড ছিল ১১৩টি। যেখানে অন্তর্ভুক্ত ছিলেন ফটোগ্রাফাররাও। ২০১৩ সালের ২ মার্চ হয়েছিল এমন, যখন ডেভিড ব্যাকহাম ও ইব্রাহিমোভিচ পিএসজির হয়ে এই মাঠে খেলতে এসেছিলেন। ’

ফ্রান্সে মেসির খেলা দেখতে যেন তর সইছে না সমর্থকদের। স্কোয়াডে মেসি থাকবেন কি না সেটা নিশ্চিত না হয়েই গত শুক্রবার রাতে বেস্তের বিপক্ষে পিএসজির ৪-২ গোলে জেতা ম্যাচের সব টিকিট আগাম কিনে নিয়েছিলেন সমর্থকরা।

এদিকে বন্ধু ও সাবেক বার্সা সতীর্থ লুইস সুয়ারেজের আমন্ত্রণে বার্সা সফর শেষে প্যারিসে ফিরেছেন মেসি।  

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!