• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

এমবাপ্পেকে নিতে রিয়ালকে পথ বাতলে দিল পিএসজি


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৬, ২০২১, ০৬:০৬ পিএম
এমবাপ্পেকে নিতে রিয়ালকে পথ বাতলে দিল পিএসজি

ঢাকা: মেসি পর্ব শেষ হওয়ায় ফুটবল বিশ্বে আলোচনা চলছে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে। রিয়াল মাদ্রিদ কোমর বেঁধেই নেমেছে এ তারকাকে পাওয়ার জন্য।

অপরদিকে কোনো ভাবেই গুরুত্বপূর্ণ ফরোয়ার্ডকে ছাড়তে রাজি নয় পিএসজি। তবে এমবাপ্পে নিজেই নাকি পিএসজি ছাড়তে চাচ্ছেন। এজন্য স্বদেশি ক্লাবের সঙ্গে চুক্তিও বাড়াননি। কারণ ছোট বেলা থেকেই রিয়ালে খেলার স্বপ্ন লালন করছেন ফ্রান্সের এ তারকা।  

এরই মধ্যে এমবাপ্পেকে পেতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। কিন্তু লস ব্ল্যাঙ্কোসদের প্রস্তাব পছন্দ হয়নি পিএসজির। রিয়াল যা দিতে চায়, ফরাসি জায়ান্টদের চাওয়া তার চেয়ে অনেক বেশি। ফরাসি সংবাদমাধ্যমগুলোর বরাতে ‘মার্কা’ দাবি করেছে, এমবাপ্পের জন্য রিয়ালের ১৬০ মিলিয়ন ইউরোর অফার ফিরিয়ে দিয়েছে পিএসজি। প্যারিসিয়ানরা ফরাসি ফরোয়ার্ডের জন্য চায় ২২০ মিলিয়ন ইউরো।  

এমবাপ্পে যে রিয়ালে যেতে ইচ্ছুক তা গতকাল বুধবার নিশ্চিত করেছেন পিএসজির পরিচালক লিওনার্দো। তবে তিনি কিছু শর্ত আরোপের কথাও বলেছেন। আর সেই শর্তগুলো পূরণ হলেই কেবল দুই পক্ষে আলোচনা চলবে। ৪ বছর আগে মোনাকো থেকে এমবাপ্পেকে কিনেছিল পিএসজি। চুক্তি স্বাক্ষরের সময় ফরাসি ক্লাবটির পক্ষ থেকে তাকে দেওয়া কথা অনুযায়ী, চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগে অন্য কোনও ক্লাব যদি তাকে পেতে চায়, তাহলে ১৬০ মিলিয়ন ইউরোর চেয়ে অনেক বেশি খরচ করতে হবে।  

২০১৭ সালে ১৪৫ মিলিয়ন ইউরো খরচ করে এমবাপ্পেকে দলে নেয় পিএসজি। অর্থাৎ এমবাপ্পেকে বেচে ৪০ মিলিয়ন ইউরো লাভ করতে চায় পিএসজি। যদিও এক মৌসুম পরেই বিশ্বকাপজয়ী ফরাসি তারকাকে বিনা ট্রান্সফার ফিতেই কিনতে পারবে রিয়াল।

মূলত এমবাপ্পেকে বেচে যেন লাভের মুখ দেখা যায়, এজন্যই রিয়ালের কাছে ২২০ মিলিয়ন ইউরো চেয়েছে তারা। যা নেইমারের বিশ্বরেকর্ড ২২২ মিলিয়ন ইউরোর চেয়ে মাত্র ২ মিলিয়ন ইউরো কম। ২০১৭ সালে বার্সাকে নেইমারের রিলিজ ক্লজ হিসেবে এই পরিমাণ অর্থ পরিশোধ করেছিল পিএসজি।

এমবাপ্পের আগ্রহ আর রিয়ালের প্রত্যাশা দেখে পিএসজির মালিকপক্ষও বুঝতে পেরেছেন তাকে আর ধরে রাখা যাবে না। ফলে তার জন্য প্রস্তাব আহ্বান করে তারা। আর এই সুযোগের অপেক্ষাতেই ছিল রিয়াল। এখন দেখার বিষয় পিএসজির বাতলে দেওয়া পথে হেঁটে এমবাপ্পেকে রিয়াল দলে ভেড়ায় নাকি অন্য কোনো পথ অবলম্বন করে আনচেলত্তির দল।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!