• ঢাকা
  • শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ২৬ পৌষ ১৪৩০

বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্সআপ শেখ জামাল


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৭, ২০২১, ০৮:২০ পিএম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের রানার্সআপ শেখ জামাল

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আগেই নিশ্চিত হয়েছিল। এবারের আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। বাকি ছিল রানার্স আপ নির্ধারণ।

অবশেষে সেটিও নিশ্চিত হওয়া গেল। দুই ম্যাচ আগে গত ২১ আগস্ট মারামারিতে জড়িয়ে পড়া শেখ জামাল ধানমন্ডি ক্লাবই এবারের আসরের রানার্সআপ।

প্রিমিয়ার লিগে অবনমিত হয়ে যাওয়া ব্রাদার্সের সঙ্গে ড্রয়ের পর মেজাজ হারিয়ে ভিআইপি গ্যালারিতে গিয়ে সেদিন শেখ জামালের ফুটবলাররা মারামারি করেছিলেন। 

ওই ঘটনায় মাত্র এক লাখ টাকা জরিমানায় পার পেয়ে গেছে দলটি। আজ মোহামেডানের সঙ্গে ম্যাচেও শেষ দিকে লাল কার্ড দেখে মেজাজ হারান শেখ জামালের মিডফিল্ডার ভালিজনভ ওতাবেক। বনানীর আর্মি স্টেডিয়ামে লাল কার্ড দেখে তিনি রেফারির দিকে তেড়ে গেলে সতীর্থরা পরে দৌড়ে গিয়ে তাকে শান্ত করেন। 

ওতাবেক লাল কার্ড দেখলেও অবশ্য রানার্সআপ হওয়ার আনন্দটা এতটুকু কমেনি সলোমন কিং, ওমর জোবেদের। মোহামেডানকে ২-০ গোলে হারিয়ে লিগে রানার্স আপ হয়েছে শেখ জামাল।

মৌসুম শুরুর আগে খুব বড় লক্ষ্য ছিল না শেখ জামালের। দেশি তারকাহীন দলটি লিগ টেবিলের তিন বা চারে থাকতে পারলেও খুশি হতো। তবে মৌসুম শুরুর আগের প্রত্যাশা এবার ছাপিয়ে গেছে সাবেক চ্যাম্পিয়নদের। 

আজ নিজেদের শেষ ম্যাচে গোল করেছেন শেখ জামালের জয়ের নায়ক গাম্বিয়ান অধিনায়ক ও প্লেমেকার সলেমান কিং। শেষ মিনিটে সরাসরি লালকার্ড দেখেন জয়ী দলের উজবেক মিডফিল্ডার ওতাবেক।

শেখ জামাল এর আগে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে তিন বার। সর্বশেষ চ্যাম্পিয়ন ২০১৫-১৪ মৌসুমে। গতবার ষষ্ঠ। ২৪ ম্যাচে এবার শেখ জামালের পয়েন্ট ৫২। ১৫ জয়, ৭ ড্র ও ২ হার। ২৩ ম্যাচে আবাহনীর ৪৬। চ্যাম্পিয়ন বসুন্ধরার ২১ ম্যাচে ৫৮ পয়েন্ট। 

এদিকে দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশকে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র। ২৩ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে রাসেল লিগ টেবিলের সাতে। পুলিশ ২৪ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে নয়ে থেকে লিগ শেষ করেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে আরামবাগকে ৩-০ গোলে উড়িয়ে জয় দিয়ে লিগ শেষ করেছে রহমতগঞ্জও। জোড়া গোল করেছেন ফেলিক্স। প্রথমটি পেনাল্টিতে। অন্য গোলটি শাহেদুলের।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!