ঢাকা: কদিন আগে বাংলাদেশ দলে যোগ দিয়েছেন ফ্রান্স ও কানাডা প্রবাসী দুই ফুটবলার। এরপর থেকে নতুন করে আলোচনায় এসেছে জিদানের নামও। বাবা-মা সিলেটের। তার জন্ম-বেড়ে ওঠা ইংল্যান্ডে।
বাংলাদেশি বংশোদ্ভূত জিদান মিয়া সাড়া ফেলে দিয়েছেন স্পেনের লা লিগার দল রায়ো ভায়েকানোতে যোগ দিয়ে। অবশ্য মূল দলে নয়, ‘সি’ দলে। ২০ বছর বয়সী এই মিডফিল্ডারের বাবা-মায়ের চাওয়া, ছেলের গায়ে উঠুক বাংলাদেশের জার্সি।
আজ (শনিবার) বাংলাদেশ সময় বিকেলে ফেসবুক পেজে স্প্যানিশ ক্লাবের সঙ্গে সম্পৃক্ততার ছবি পোস্ট করেন তিনি। যদিও সি টিম হওয়ায় ক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট, ট্রান্সফার মার্কেট কোথাও এই চুক্তির ব্যাপারে কিছু উল্লেখ নেই।
বাংলাদেশের জিদান মিয়া ইংল্যান্ডে কয়েকটি একাডেমিতে ট্রেনিং করেছেন। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২১ বছর বয়স্ক এই ফুটবলার প্রতিযোগিতামূলক আসরে খেলেননি গত কয়েক বছর। ভায়েকানোতে তিনি অনুশীলন ও ট্রেনিংয়ের সুযোগ পাবেন। এর পাশাপাশি প্রতিযোগিতামূলক ম্যাচে নিজেকে প্রমাণ করতে পারবেন কিনা সেটার উত্তর সময় বলবে। বাংলাদেশ খেলার ইচ্ছে রয়েছে জিদানের। তার বাবা সেটি আগেও জানিয়েছেন। তবে এখনো বাংলাদেশের পাসপোর্ট নেই জিদানের।
বাংলাদেশ দলের কোচ ডে অবশ্য বলেছেন, ‘জিদান বিভিন্ন জায়গায় অনুশীলন করেছে। লিগ না থাকা দলগুলোর হয়ে খেলেছে। যুক্তরাস্ট্রের নাইকি একাডেমিতেও ছিল। এর মানে তার মান আছে। তবে জিদানকে আগে নিজেকে প্রমাণ করতে হবে। খেলতে হবে। ফিট হতে হবে। শুনেছি ওর ইনজুরি ছিল। এছাড়া বাংলাদেশি পাসপোর্টও নেই। এখন লা লিগার সি টিমে সুযোগ পেয়েছে। এটা ভালো দিক।’
ডেভিড বেকহ্যামের একাডিমেতে দুই বছর অনুশীলন করা জিদান স্কলারশিপ পেয়েছিলেন আর্সেনালের একাডেমিতেও। তবে আর্সেনালের একাডেমিতে যোগ দিতে পারেননি যুক্তরাষ্ট্রের ডালাসে যাওয়ার কারণে। গত বছর চোটে ভোগার পর কদিন জিদান যোগ দিলেন রায়ো ভায়োকানোতে। বাবা সুফিয়ানের আশা, বাংলাদেশ ডাকলে সাড়া দেবে ছেলে।
“স্পেনের দলটির ‘সি’ টিমে যোগ দিয়েছে জিদান। তবে অনুশীলন করবে ‘বি’ দলের হয়ে। বাংলাদেশ, ইংল্যান্ডের হয়ে খেলার কথা কখনও সে বলেনি। কেননা, এখনও এসব নিয়ে তার ভাবার সময় আসেনি। তবে আমরা চাই, ও বাংলাদেশের জাতীয় দলে খেলুক।”
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :