• ঢাকা
  • মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১৫ পৌষ ১৪৩১

চিলির মুখোমুখি ব্রাজিল


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২১, ০৭:০১ পিএম
চিলির মুখোমুখি ব্রাজিল

ঢাকা: বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় চিলির মুখোমুখি হচ্ছে ব্রাজিল। 

চলতি বিশ্বকাপ বাছাইয়ে দারুণ ছন্দে আছে তিতের দল। লাতিন অঞ্চলের বাছাইয়ে এখনও পর্যন্ত ছয় ম্যাচ খেলে সবকয়টি জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। স্বাভাবিকভাবেই পয়েন্ট টেবিলে সবার ওপরে রয়েছে তারা। এ ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ১৬ গোল দিয়ে মাত্র ২টি হজম করেছে তারা।

আরও পড়ুন: মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, খেলা দেখবেন যেসব চ্যানেলে

এছাড়া চিলির বিপক্ষে মুখোমুখি পরিসংখ্যানেও অনেক এগিয়ে ব্রাজিল। দুই দল এখনও পর্যন্ত মুখোমুখি হয়েছে ৭৩ ম্যাচে। যেখানে ব্রাজিলের জয় ৫২ ম্যাচে আর ড্র হয়েছে ১৩টি। চিলি জিতেছে বাকি মাত্র ৮টি ম্যাচ। সবশেষ ২০১৫ সালে ব্রাজিলের বিপক্ষে জয়ের স্বাদ পেয়েছিল চিলি।

ব্রাজিলের সম্ভাব্য একাদশ: ওয়েভারটন, দানিলো, অ্যালেক্স সান্দ্রো, মার্কুইনহোস, এডের মিলিটাও, ক্যাসেমিরো, ফ্রেড, লুকাস পাকুয়েতা, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র ও গ্যাব্রিয়েল বারবোসা।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!