• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

কোহলির কাণ্ডে বিভক্ত ক্রিকেট বিশ্ব


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৭, ২০২১, ০৮:৫২ পিএম
কোহলির কাণ্ডে বিভক্ত ক্রিকেট বিশ্ব

ঢাকা: বরাবরই ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি তার মাঠের ব্যতিক্রমী উদযাপন নিয়ে আলোচনায় আসেন। তার হিংস্র, ক্ষ্যাপাটে উদযাপন অনেকের কাছেই বেশ পছন্দের আবার অনেকের কাছে চক্ষুশূল।

ক্রিকেটের সাবেক তারকা ও ভক্তদের কাছে মাঠে কোহলির এমন উদযাপন দল চাঙ্গা হওয়ার অন্যতম মাধ্যম। অনেকে আবার মনে করেন এমন উদযাপন ক্রিকেটীয় আচরণের লঙ্ঘন।

সেই দৃষ্টিকোণ থেকে কোহলির আচরণ নিয়ে আবারো বিভক্ত ক্রিকেট বিশ্ব। গতকালই ওভালে সেই আলোচনার খোরাক জোগালেন কোহলি। ভারতের জয় যখন প্রায় নিশ্চিত তখন ইংল্যান্ডের সমর্থক গোষ্ঠী ‘বার্মি আর্মি’কে খোঁচা মেরে বসেন কোহলি। বিষয়টি ভালোভাবে নেয়নি অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম ফক্স ক্রিকেট। এক প্রতিবেদনের শিরোনামে সংবাদমাধ্যমটি ‘ফালতু’ বলেছে ভারতের অধিনায়ককে।

অস্ট্রেলিয়া সফরে এর আগে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সমর্থকদের প্রতি আঙুল তুলে আলোচনার জন্ম দিয়েছিলেন কোহলি। কাল ওভালে বার্মি আর্মির গ্যালারির প্রতি একটি ইঙ্গিত করেন তিনি। দুই হাত দিয়ে শিঙা বানিয়ে ফুঁ দেওয়ার ভঙ্গি করেন কোহলি। 

উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাকের সম্পাদক এবং বিখ্যাত ক্রিকেট লেখক লরেন্স বুথ এ নিয়ে টুইট করেন, ‘তার সতীর্থরা উইকেট পাওয়া উদযাপন করছে। কোহলি এর মধ্যেই ইংল্যান্ড সমর্থকদের খোঁচা মারার সময় বের কের ফেলেছেন।’

কোহলির উদযাপনের সেই মুহূর্তটি

কোহলির এমন আচরণ নিয়ে নিজের মনোভাবটা পরের টুইটেই পরিষ্কার করেন বুথ, ‘যেকোনো সন্দেহ দূর করতে বলছি, বিষয়টি আমার ভালো লাগেনি। যখন উঁচু সারির একজন ক্রীড়াবিদ প্রতিপক্ষকে নাকাল করে শুধু জয়টা উদযাপন করতে পারে না, বরং সমর্থকদের সঙ্গেও ককর্শ আচরণ করে, তখন বিষয়টি অদ্ভুতই।’ ইংল্যান্ডের সাবেক ওপেনার নিক কম্পটনের ভাষায় কোহলির এমন আচরণ ‘তার জন্য ভালো বার্তা বয়ে আনবে না। কোনো দরকার ছিল না।’

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন অবশ্য কোহলির আচরণের প্রশংসা করেছেন। ফক্স স্পোর্টসকে তিনি বলেন, ‘বিরাট কোহলি একজন অসাধারণ নেতা। তার উদ্দীপনার শেষ নেই। বার্মি আর্মিকে খোঁচা মারতেই এমন বাঁশি বাজানোর ভঙ্গি। আমার ভালো লেগেছে। ক্রিকেটে এমন চরিত্র এখন খুব বেশি দেখা যায় না।’  ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেইনও কোহলির প্রশংসা করেছেন। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!