• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫, ১৭ পৌষ ১৪৩০

সাকিবের অপেক্ষা বাড়ল


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২১, ০৫:৫৮ পিএম
সাকিবের অপেক্ষা বাড়ল

ঢাকা: টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি হতে বিশ্বসেরা অলরাউন্ডারে সাকিব আল হাসানের অপেক্ষা বেড়েছে। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ উইকেটেরে রেকর্ডে লাসিথ মালিঙ্গাকে ছুঁতে এ ম্যাচে সাকিবের প্রয়োজন ছিল মাত্র একটি উইকেট।

প্রথম দুই দুই ম্যাচের পর মালিঙ্গার সঙ্গে ব্যবধান এক-এ নামিয়ে এনেছিলেন সাকিব। তবে তৃতীয় ম্যাচে উইকেট পাননি কোনো, ফলে থেমেছিলেন থেমেছিলেন ১০৬ উইকেট নিয়েই। আজ দ্বিতীয় ওভারে প্রথমবারের মতো বোলিংয়ে আসেন, তবে দেন ১০ রান। নিজের দ্বিতীয় ওভারে ১ রান দিলেও উইকেট পাননি কোনো। পরের দুই ওভারেও উইকেটশূন্য থেকেছেন সাকিব। সব মিলিয়ে ৪ ওভারে ২৫ রান দিয়েছেন তিনি। মালিঙ্গাকে ছোঁয়ার অপেক্ষাটা তাই আরেকটু বেড়েছে তার।

মাত্র এক উইকেট নিলেই সাকিব হযে যাবেন টি-টোয়েন্টির সর্বোচ্চ উইকেট শিকারি। ১০৭ উইকেট নিয়ে শীর্ষে আছেন শ্রীলঙ্কার সাবেক পেসার লাসিথ মালিঙ্গা। সাকিবের উইকেট সংখ্যাও এখন ১০৭টি। ৯৯ উইকেট নিয়ে সাকিবের পর আছেন নিউ জিল্যান্ডের টিম সাউদি।

এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে সাকিবের রান ১২,২৫১, আর উইকেট ৫৯৯টি। আর চাই ১টি উইকেট, তাহলেই ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান ও ৬০০ উইকেটের মালিক হবেন। এর আগে তিনি দ্রুততম ক্রিকেটার হিসেবে ১২ হাজার রান ও ৫০০ উইকেটের মালিক হন।

ওই রেকর্ডের পথে সাকিব পেছনে ফেলেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিসকে। সাকিব যেখানে ৩৪৮ ম্যাচে এই মাইলফলক অর্জন করেন, ক্যালিসের লেগেছিল ৪২০ ম্যাচ। সাকিব ৫৮ টেস্টে উইকেট পান ২১৫টি, ২১৫ ওয়ানডেতে ২৭৭টি ও ৮৬ টি-টোয়েন্টিত নেন ১০৭টি উইকেট। টেস্টে রান ৩৯৩৩, ওয়ানডেতে ৬৬০০ ও ৮৪ টি-টোয়েন্টিতে ১৭৫৫ রান।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!