• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ইতিহাস গড়ার কৃতিত্ব যাদের দিলেন মাহমুদউল্লাহ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৮, ২০২১, ০৯:০২ পিএম
ইতিহাস গড়ার কৃতিত্ব যাদের দিলেন মাহমুদউল্লাহ

ঢাকা: নাসুম আহমেদের ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর মোস্তাফিজুর রহমানের নৈপুণ্যে লক্ষ্যটা ছিল একশর নিচে। এক সময়ে সেটাও কঠিন হয়ে যেতে বসেছিল। নিউ জিল্যান্ডের দুই বাঁহাতি স্পিনারকে অতিরিক্ত সতর্ক হয়ে খেলতে গিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

তবে প্রয়োজনের সময় মাহমুদউল্লাহর দুই বাউন্ডারিতে সরে যায় চাপ। আগের ম্যাচে বড় হারের ধাক্কা ভুলে ঘুরিয়ে দাঁড়িয়ে জয়ে ফিরে বাংলাদেশ। মাত্র ৪ উইকেট হারিয়ে লক্ষ্য ছুঁয়ে ফেলে। নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম ও সব মিলিয়ে ষষ্ঠবারের মতো সিরিজ জিতল টাইগাররা।

২০তম ওভারের প্রথম বলে বাউন্ডারিতে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেওয়া মাহমুদউল্লাহ ৪৮ বলে দুই ছক্কা ও এক চারে অপরাজিত থাকেন ৪৩ রানে। 

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে বাংলাদেশের অধিনায়ক বললেন, 'সিরিজ জয়ের কৃতিত্ব টিম ম্যানেজমেন্ট ও সব খেলোয়াড়দের। আরও একটি সুযোগ আছে এবং আশা করি, আমরা একসঙ্গে সেটিও জয়ের চেষ্টা করব।'

বোলারদের প্রশংসা করে মাহমুদউল্লাহ বলেন, 'নিউজিল্যান্ডকে অল্প রানে আটকে দিতে বোলাররা দুর্দান্ত কাজ করেছে। বিশেষ করে নাসুম, মেহেদী, মোস্তাফিজ খুব ভালো বোলিং করেছে।'সিরিজের সেরা উইকেট শিকারিদের মধ্যে মোস্তাফিজ ৮ উইকেট নিয়ে দ্বিতীয় ও নাসুম ৭ উইকেট নিয়ে তৃতীয় স্থানে। শীর্ষে থাকা এজাজ প্যাটেলের উইকেটও ৮টি। 

ব্যাটসম্যানদের নিয়ে অধিনায়ক বলেন, 'ব্যাটসম্যানরা তাদের তাদের সর্বোচ্চ চেষ্টা করেছে। মিডল অর্ডারে আমাদের প্রয়োজন ছিল ভালো পার্টনারশিপ এবং নাঈম যথেষ্ট চেষ্টা করেছে। আমরা ভালো জুটি গড়ে খেলা শেষের দিকে নেওয়ার চেষ্টা করেছি।'

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!