• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

ম্যানইউর হয়ে দ্বিতীয় অভিষেক হয়ে গেল রোনালদোর 


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১১, ২০২১, ০৮:৫৪ পিএম
ম্যানইউর হয়ে দ্বিতীয় অভিষেক হয়ে গেল রোনালদোর 

ঢাকা: আজ ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় ‘অভিষেক’ হয়ে গেল ক্রিস্টিয়ানো রোনালদোর। যে ক্লাব তাকে তারকা বানিয়েছিল, যে ক্লাবের কারণেই ক্রিস্টিয়ানো রোনালদো নামটা বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে গেছে, সেই ক্লাবে ১২ বছর পর ফিরলেন রোনালদো। 

‘সিআর সেভেন’কে আবার লাল জার্সিতে দেখা গেল। ‘রেড ডেভিল’রা আজ ওল্ড ট্রাফোর্ডে ফিরে পেল তাদের ঘরের ছেলেকে। সিআরসেভেনকে আবার ম্যানইউয়ের জার্সিতে দেখতে মুখিয়ে ছিলেন সমর্থকরা। অবশেষে সেই অপেক্ষায় অবসান হলো।

তাই তো রোনালদোর ফেরার ম্যাচকে ঘিরে ওল্ড ট্রাফোর্ডে চলছে উৎসব। সবার জার্সিতে একটাই নাম, রোনালদো। গ্যালিতে একটাই নাম,‘রোনালদো-রোনালদো।’ 

বাংলাদেশ সময় রাত ৮টায় নিউক্যাসলের মুখোমুখি হয় ম্যানইউ। রোনালদোর মাঠে নামার ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন কোচ সুলশার। তিনি বলেছিলেন, ‘জুভেন্টাসের হয়ে প্রাক-মৌসুম সময়টা বেশ ভালো কেটেছে রোনালদোর। জাতীয় দলের হয়েও ভালো সপ্তাহ কাটিয়েছে। আমাদের সঙ্গেও অনুশীলন করেছে। সে মাঠে নামবে, এটা নিশ্চিত।’

উল্লেখ্য, ম্যাচের আগে স্থানীয় সময় দুপুর থেকেই ম্যানচেস্টারের রাস্তায় সমর্থকদের ঢল নামে। কাতারে কাতারে সমর্থক জার্সি পরে ওল্ড ট্র্যাফোর্ডের দিকে রওনা হতে থাকেন। তাদের অধিকাংশর গায়ে ছিল রোনালদোর সাত নম্বর জার্সি। স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। ম্যাচ শুরু হওয়ার অনেক আগেই স্টেডিয়াম ভরে যায় দর্শকে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!