• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবের সাক্ষাৎ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১২, ২০২১, ০৭:৫৭ পিএম
প্রধানমন্ত্রীর সঙ্গে সাকিবের সাক্ষাৎ

ঢাকা: ক্রিকেটারদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্ক নতুন কিছু নয়। ক্রিকেটারদের প্রতিটি অর্জনই উদযাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন সময়ে ক্রিকেটারদের গণভবনেও দাওয়াত দেন।

সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও এদিন অন্য ক্রিকেটাররা ছিলেন না। এসময় সাকিবের সঙ্গে ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) সভাপতি সভাপতি নাজমুল হাসান পাপন। 

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে সাকিব আজ রোববার সন্ধ্যায় এই তথ্য দিয়েছেন। সঙ্গে পোস্ট করেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি।

সাকিব লিখেছেন, ‘আজ সন্ধ্যায় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে, সঙ্গে ছিলেন পাপন ভাই।’
 
তবে কী কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সাকিব তা জানা যায়নি। এদিকে আজ রাতেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবেন তিনি। তার সঙ্গী হবেন পেসার মোস্তাফিজুর রহমানও। 

বিশ্বকাপের আগে তার দেশে ফেরা হবে না। ধারণা করা হচ্ছে, বিশ্বকাপে অংশগ্রহণের আগে প্রধানমন্ত্রীর আশির্বাদ নিতেই সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে যান সাকিব।

উল্লেখ্য, ২০১৯ সালে সাকিব নিষেধাজ্ঞায় পড়ার পর তাকে সাহস যুগিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই। গণভবনে দাওয়াত করে নিজেই রান্না করে সাকিবের পরিবারকে খাওয়ান তিনি। এরপর অবশ্য করোনার কারণে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা হয়নি সাকিবে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!