• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

প্রকাশ্যে তিন তারকার সর্বমোট বেতন, মেসির বাড়লেও কমবে নেইমারের


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০২১, ০৪:১৮ পিএম
প্রকাশ্যে তিন তারকার সর্বমোট বেতন, মেসির বাড়লেও কমবে নেইমারের

ঢাকা: পিএসজিতে যোগ দেয়ার পর কত বেতন পাবেন লিওনেল মেসি, এ নিয়ে অনেক খবরই প্রকাশিত হয়েছিল। স্প্যানিশ ও ফুটবল সংশ্লিষ্ট কয়েকটি সংবাদ সংস্থা থেকে মেসির বেতনের অঙ্কটা জানা গিয়েছিল। এরপরও প্রকৃত বেতন নিয়ে ধোঁয়াশা ছিল। 

অবশেষে আজই সেই ধোঁয়াশা দূরে করে দিল ফরাসি দৈনিক লে’কিপ। পিএসজিতে লিওনেল মেসির বেতন কত, সেই অঙ্কটা তুলে ধরেছে। পিএসজিতে ৩ মৌসুমে প্রায় ১১০০ কোটি টাকা পাবেন বলে জানা গেছে। 

এই দিকে দীর্ঘ এক যুগ পর ওল্ড ট্রাফোর্ডে রোনালদোর এই ফেরায় তার আয়ের অঙ্কটা ঠিক কত-এ নিয়েও গুঞ্জন চলছিল। অবশেষে ফাঁস হলো ম্যানচেস্টার ইউনাইটেডে রোনালদোর বেতনের অঙ্কটাও।  

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, ওল্ড ট্রাফোর্ডে সপ্তাহে ৪ লাখ ৮০ হাজার পাউন্ড বেতন পাবেন ৩৬ বছর বয়সী রোনালদো। কিন্তু ব্রিটিশ ট্যাবলয়েড ‘মেইল অনলাইন’ জানিয়েছে, অঙ্কটা আসলে সপ্তাহে ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৫১ লাখ টাকা)। 

সংবাদমাধ্যম এর আগে জানিয়েছিল, জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিতে কিছুটা বেতন কমিয়েছেন রোনালদো। তবু এখন তিনি ইউনাইটেডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার।

জুভেন্টাসে সপ্তাহে ৫ লাখ পাউন্ড বেতন পেতেন রোনালদো। বছরে ২ কোটি ৬০ লাখ পাউন্ড। ম্যানচেস্টার ইউনাইটেডে সাপ্তাহিক ৩ লাখ ৮৫ হাজার পাউন্ড বেতন ধরে বছরে পাবেন ২ কোটি ২০ হাজার ডলার (বাংলাদেশি টাকায় যা ২৩৪ কোটি ৭৪ লাখ টাকা)।

এই হিসাব অনুযায়ী জুভেন্টাসের তুলনায় প্রায় ৬০ লাখ পাউন্ড বেতন কমিয়ে ইউনাইটেডে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা। তাকে জুভেন্টাস থেকে কিনতে প্রায় ১ কোটি ৩০ লাখ পাউন্ড খরচ হয়েছে ইউনাইটেডের।

এদিকে যতই সময় গড়াবে পিএসজিতে মেসির বেতন বাড়বে আর কমবে নেইমারের। শর্তের মারপ্যাঁচেই এমনটা ঘটবে বলে জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

ফরাসি সংবাদমাধ্যম লে’কিপ জানিয়েছে, পিএসজিতে তিন বছরের চুক্তির মেয়াদ পূর্ণ করলে ১১০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১০০ কোটি টাকা) আয় করবেন আর্জেন্টাইন তারকা। 

লে’কিপ জানিয়েছে, বাকি দুই মৌসুমে মেসির আরো বেতন বাড়বে। এর সঙ্গে জুড়বে আনুগত্য বোনাস। অর্থাৎ শর্ত হিসেবে এবারের বেতনের সঙ্গে আরও ১ কোটি ইউরো যোগ হবে।

অর্থাৎ পরের দুটি মৌসুমে প্রতিটিতে ৪ কোটি ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০০ কোটি ২৪ লাখ টাকা) করে বেতন পাবেন। এক্ষেত্রে উল্টো নেইমারের ক্ষেত্রে। পিএসজিতে বেতনের অঙ্কে এখন মেসি-নেইমার সমান-সমান। 

পিএসজির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি নবায়ন করেছেন নেইমার। নেইমারের নতুন চুক্তিপত্রে মেসির মতো মৌসুমের পর মৌসুম কাটানোর সঙ্গে সঙ্গে বেতনের অঙ্কও বাড়ানোর কোনো শর্ত নেই। উল্টো প্যারিসে থাকার মেয়াদ বাড়ার সঙ্গে বেতনের অঙ্কও কমবে তার। ৩০ মিলিয়ন ইউরো বেতন পান নেইমার। যা বাংলা টাকায় দুইশ আটানব্বই কোটি আশি লাখ টাকা (২৯৮,৮০০০০০০)।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!