• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

টি-টোয়েন্টিতে দশ হাজার রানের ক্লাবে কোহলি


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৯:৪৬ পিএম
টি-টোয়েন্টিতে দশ হাজার রানের ক্লাবে কোহলি

ঢাকা: টি-টোয়েন্টিতে অনন্য মাইলফলক ছুঁলেন বিরাট কোহলি। তিনিও যোগ দিলেন ১০ হাজার রানের ক্লাবে। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৪২ বলে তিন চার ও সমান ছক্কায় ৫১ রান করার পথে ১০ হাজারি ক্লাবে ঢোকেন কোহলি। 

মুম্বাইয়ের বিপক্ষে নামার আগে টি-টোয়েন্টির মোট ৩১৩ ম্যাচে ৯ হাজার ৯৮৭ রান ছিল কোহলির। এদিকে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ২৭৫ রান করেছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ১১ হাজার ১৯৫ রান করে দ্বিতীয় পজিশনে আছেন ক্যারিবীয় তারকা ব্যাটসম্যান কিরন পোলার্ড।

তৃতীয় সর্বোচ্চ ১০ হাজার ৮০৮ রান করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিক। ১০ হাজার ৩৮ রান করে চতুর্থ পজিশনে বিরাট কোহলি। আর ১০ হাজার ১৯ রান করে পঞ্চম পজিশনে আছেন অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!