• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

আফ্রিদি-আমিরের দলে খেলবেন সাইফউদ্দিন


ক্রীড়া ডেস্ক অক্টোবর ৯, ২০২১, ০৫:০৩ পিএম
আফ্রিদি-আমিরের দলে খেলবেন সাইফউদ্দিন

আফ্রিদি আমির ও সাইফউদ্দিন

ঢাকা : পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি ও পেসার মোহাম্মদ আমির আসন্ন আবুধাবি টি-টেন টুর্নামেন্টে বাংলা টাইগার্সে নাম লিখিয়েছেন। বৃহস্পতিবার (৭ অক্টোবর) আবুধাবিতে অনুষ্ঠিত ‘প্লেয়ার্স ড্রাফট’- এ দুই পাকিস্তানি তারকাকে কিনে নেয় বাংলা টাইগার্স। 

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসির অধীনে বাংলা টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন আফ্রিদি ও আমির।  আফ্রিদি-আমিরের সতীর্থ হয়ে খেলবেন বাংলাদেশের পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও।

বাংলা টাইগার্স দলে আরো আছেন-ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে ফ্লেচার ও জনসন চার্লস, শ্রীলংকার ইসুরু উদানা, আফগানিস্তানের কায়েস আহমেদ, আফগান ওপেনার হযরতুল্লাহ জাজাই, অসি অলরাউন্ডার জেমস ফকনার, ইংল্যান্ডের অলরাউন্ডার বেনি হওয়েল এবং সংযুক্ত আরব আমিরাতের ব্যাটার চিরাগ সুরি। 

এদের মধ্যে গত আসরে দলটির হয়ে খেলেছেন পাঁচজন- ফ্লেচার, চার্লস, উদানা, কায়েস ও  চিরাগ। 

আসন্ন আসরের জন্য কোচিং প্যানেলেও বড় রকমের পরিবর্তন এনেছে ফ্যাঞ্জাইজিটি। প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্টুয়ার্ট ল।  ব্যাটিং ও ফিল্ডিং কোচ হিসেবে পল নিক্সন এবং বোলিং কোচ হিসেবে শন টেইটকে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশি মালিকানাধীন ফ্যাঞ্জাইজিটি। আগামী ১৯ নভেম্বর আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টি-টেন লিগ শুরু হওয়ার কথা।  যা ডিসেম্বরে প্রথম সপ্তাহে শেষ হবে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!