• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

আইপিএল জিতে অবসর নিয়ে চূড়ান্ত ঘোষণা দিলেন ধোনি


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৬, ২০২১, ১২:০৯ পিএম
আইপিএল জিতে অবসর নিয়ে চূড়ান্ত ঘোষণা দিলেন ধোনি

ঢাকা : মাত্র ২ রানেই ফেরত পাঠানো যেত চেন্নাইয়ের প্রোটিয়া তারকা ফাফ ডুপ্লেসিকে। কিন্তু সাকিব আল হাসানের বলে স্টাম্পিংটা মিস করেন উইকেটকিপার দিনেশ কার্তিক।  ২ রানে জীবন পাওয়া ডুপ্লেসি টর্নেডো ইনিংস খেলে দলকে এনে দেন ১৯২ রানের সংগ্রহ।

যার আর পার করতে পারেনি কলকাতা নাইট রাইডার্সের ব্যাটাররা। ফলে ২৭ রানে জয় পেয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুলেছে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।

কিন্তু এমন জয়ের পরও ম্যাচ শেষে আলোচনায় ধোনির অবসরের প্রসঙ্গ। জাতীয় দল থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। এখন তিনি টিম ইন্ডিয়ার মেন্টর। এবার কি ব্যাট-বল একেবারেই তুলে রাখবেন? দলকে শিরোপা এনে দিয়ে তা করলে এটা হবে রাজসিক অবসর।

ধোনির হাতে যখন আইপিএল শিরোপা, তখন ঘুরেফিরে আবারও আসলো ধোনির অবসর প্রসঙ্গ। আর এবারো অবশ্য রহস্য রেখেই জবাব দিয়েছেন তিনি।

উপস্থাপক হার্শা ভোগলে সেই প্রসঙ্গ টানলে সরাসরি কিছু না বলে ধোনি জানালেন, তার দল চেন্নাইয়ের জন্য যেটা ভালো হয় সেটিই করবেন তিনি।

ধোনি বলেন, ‘আমি যেটা আগেও বলেছি, এটা বিসিসিআইয়ের ওপর নির্ভর করছে। নতুন দুইটা দল আসছে। চেন্নাইয়ের জন্য যেটা ভালো হয় আমাদের সেটা করতে হবে। এটা আসলে আমার তিন চারজনের ভেতরে থাকার ব্যাপার না। এটা একটা শক্ত ভিত্তি তৈরির ব্যাপার যেন ফ্র্যাঞ্চাইজিকে ভুগতে না হয়। আমাদের আগামী ১০ বছর অবদান রাখতে পারে এমন ক্রিকেটারদের দিকে তাকাতে হবে।’

হার্শা ভোগলে ফের ধোনিকে বলেন, ‘আপনি যে লেগেসি রেখে যাচ্ছেন..’ তার কথা শেষ হওয়ার আগেই ধোনি হাসিমুখে জবাব দেন, ‘আমি কিন্তু এখনো ছেড়ে যাইনি।’

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!