• ঢাকা
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

এবার ওমানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো নায়ক নেই


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ১৯, ২০২১, ১১:৫৪ এএম
এবার ওমানের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানো নায়ক নেই

ঢাকা : কে ভেবেছিল এমন কিছু? বাংলাদেশ বড় স্বপ্ন নিয়ে খেলতে গিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে। যাওয়ার আগে তিন টি-টোয়েন্টি সিরিজ জেতায় আত্মবিশ্বাসটাও ছিল ভরপুর। কিন্তু সব যেন গোলামাল পাকিয়ে গেছে স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচেই ৬ রানে হেরে গিয়ে।

বিশ্বকাপে টিকে থাকতে তাই প্রথম পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ওমানের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। নয়তো অনেকটাই ফিকে হয়ে যাবে সুপার টুয়েলভের স্বপ্ন। অতীত থেকে অবশ্য বাংলাদেশ সুখকর বার্তাই পাচ্ছে।

ওমানের বিপক্ষে এখন অবধি সব ফরম্যাট মিলিয়ে একবারই মাঠে নেমেছিল বাংলাদেশ। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের ধর্মশালায় মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে বাংলাদেশ জয় পায় ৫৪ রানের বড় ব্যবধানে।

ওই ম্যাচে আগে ব্যাট করে ২ উইকেট হারিয়ে ১৮০ রান তুলে বাংলাদেশ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ১২ ওভারে ওমানের সামনে লক্ষ্য দাঁড়ায় ১২০ রানের। জবাব দিতে নেমে ৯ উইকেট হারিয়ে ৬৫ রানের বেশি তুলতে পারেনি ওমান।

অবশ্য সেবার সেঞ্চুরি হাঁকানো বাংলাদেশি ওপেনার তামিম ইকবাল নেই এবার। ১০ চার ও ৫ ছক্কায় ৬৩ বলে ১০৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এবার বিশ্বকাপের আগে নিজেকে স্কোয়াড থেকে সরিয়ে নিয়েছেন তামিম। তবে ওই ম্যাচে চার উইকেট নেওয়া সাকিব আছেন এবারও। নেই মাশরাফি বিন মুর্তজা, সাব্বির রহমান, আবু হায়দার রনি ও আল আমিন হোসেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!