• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

অজিদের বিপদে পড়ার বন্দোবস্ত করল ওয়েস্ট ইন্ডিজ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৬, ২০২১, ০৫:৫৫ পিএম
অজিদের বিপদে পড়ার বন্দোবস্ত করল ওয়েস্ট ইন্ডিজ

ঢাকা: ওয়েস্ট ইন্ডিজ আগেই বাদ পড়েছে। তবে শেষ ম্যাচ জয়ে রাঙাতে মরিয়া তারা। অন্যদিকে আজ ক্যারিবিয়দের বিপক্ষে বড় জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতেই মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। 

সেই লক্ষ্যেই টস জিতে ক্যারিবিয়দের আগে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন অ্যারন ফিঞ্চ। যাতে অল্প রানে আটকে রেখে সহজে ম্যাচটা জেতা যায়। কিন্তু সেটি আপাতত হতে দিচ্ছে না পোলার্ডরা। তাই তো চ্যালেঞ্জ জানানোর মতো স্কোরই গড়েছে তারা।

পোলার্ডের ছোটখাটো ঝড় ও শেষ দুই বলে আন্দ্রে রাসেলের টানা ছক্কায় ৭ উইকেটে ১৫৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। একপ্রান্ত থেকে ওপেনার এভিন লুইস টানা তিনটি চার মারলেন। অন্য প্রান্তে ক্রিস গেইল দুটি বড় ছক্কা। তাতে ২.১ ওভারে স্কোর ৩০। দ্বিতীয় ওভারেই এসেছিল ২০ রান। ব্যস, হঠাৎ ছন্দপতন।

গেইল দ্বিতীয় ছক্কা মারার পরের বলে প্যাট কামিন্সের কাছে বোল্ড। ৯ বলে ১৫ রান তার। নিকোলাস পুরান গেলেন ক্রিজে। তিনিও নিজের দ্বিতীয় বলে মারলেন ৪। পরের ওভারে জোড়া আঘাত জশ হ্যাজেলউডের, যাতে পুরান (৪) ও রোস্টন চেজ (০) তিন বলের মধ্যে বিদায় নিলেন।

১০ ওভার শেষ হতেই আরো একটি উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডাম জাম্পা তার দ্বিতীয় ওভারে লুইসকে স্টিভ স্মিথের ক্যাচ বানান। ২৬ বলে ৫ চারে সাজানো ছিল ক্যারিবিয়ান ওপেনারের ২৯ রানের ইনিংস।

১৩তম ওভারে হ্যাজেলউড তার তৃতীয় উইকেট তুলে নেন শিমরন হেটমায়ারকে ফিরিয়ে। ২৮ বলে ২ চারে ২৭ রান করে ম্যাথু ওয়েডকে ক্যাচ দেন হেটমায়ার। নতুন ব্যাটসম্যান হিসেবে ২২ গজে নামেন ডোয়াইন ব্রাভো। চার ওভারের বেশিক্ষণ ক্রিজে থাকলেও বিদায়ী ইনিংস বড় করতে পারেননি। ১৮তম ওভারে হ্যাজেলউডের চতুর্থ শিকার হন ব্রাভো ১২ বলে ১০ রান করে, একটি ছয় ছিল তার। 

অধিনায়ক কিয়েরন পোলার্ড শেষ ওভারে আউট হন দারুণ ইনিংস খেলে, ৩১ বলে চারটি চার ও ১ ছয়ে ৪৪ রান করেন। শেষ দুই বলে টানা ছক্কা হাঁকান রাসেল।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!