• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

রশিদের মাইলফলক


ক্রীড়া ডেস্ক নভেম্বর ৭, ২০২১, ০৮:৩১ পিএম
রশিদের মাইলফলক

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরের ৪০তম ম্যাচে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে আউট করার মধ্য দিয়ে সংক্ষিপ্ত ফরম্যাটে ৪০০তম উইকেট শিকার করেছেন রশিদ খান।

সবচেয়ে কম ২৮৯ ম্যাচ খেলে এই অর্জন এলো তার। নিউ জিল্যান্ডের বিপক্ষে আবু ধাবিতে সুপার টুয়েলভের শেষ ম্যাচে এই কীর্তি গড়েন রশিদ। মার্টিন গাপটিলকে বোল্ড করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ৫৩৩ উইকেট নিয়ে সবার উপরে। ৪২৫ ও ৪২০ উইকেট নিয়ে তার পরে আছেন সুনীল নারিন ও ইমরান তাহির।

গত মাসে রশিদ দ্রুততম বোলার হিসেবে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট নেন। পাকিস্তানের বিপক্ষে উইকেট নিয়ে ওই মাইলফলক স্পর্শ করেন। ৫৩তম ম্যাচে উইকেটের সেঞ্চুরি করে লাসিথ মালিঙ্গার (৭৬তম ম্যাচে) রেকর্ড ভাঙেন।

মাত্র ২৩ বছর বয়সেই চারশর ঘরে রশিদ। ক্যারিয়ার শেষে এই সংখ্যা কততে গিয়ে দাঁড়ায় সেটাই দেখার। তবে এমন অর্জনের দিনে রশিদ শেষ হাসি হাসতে পারেননি। তার দল ৮ উইকেটে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!