• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

খেলা জমিয়ে ফিরে গেলেন ওয়ার্নার


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১১, ২০২১, ১০:৫৪ পিএম
খেলা জমিয়ে ফিরে গেলেন ওয়ার্নার

ঢাকা: ১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করছে অস্ট্রেলিয়া। শুরুতে চাপে পড়লেও এখন ঘুরে দাঁড়িয়েছে অজিরা। পাওয়ার প্লে’ দারুণভাবে কাজে লাগাল ফিঞ্চের দল।

প্রথম ৩ ওভারে মাত্র ১৩ রান তোলা অস্ট্রেলিয়া পরের ৩ ওভারে তুলেছে ৩৯ রান। প্রথম ওভারে অ্যারণ ফিঞ্চকে হারানোর পর প্রতি আক্রমণে দারুণ করেছে। মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের সম্মিলিত প্রচেষ্টায় ৬ ওভারে ৫২ রান তুলে অজিরা।

পাকিস্তানের ব্যাটিংয়ের শেষটার পর বোলিংয়ের শুরুটা হলো আরো উদীপ্ত। শাহীন শাহ আফ্রিদি প্রথম ওভারেই ফেরান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারণ ফিঞ্চকে। মিচেল মার্শের উইকেটটাও পেয়ে যেতে পারতেন। একটুর জন্য পাননি।

বোলিংয়ে পাকিস্তানের শুরুটা দুর্দান্ত হলো। অধিনায়ককে হারানোর পরও দারুণ করতে থাকা অজি শিবিরে আঘাত হানেন শাদাব খান। ফেরান ভয়ঙ্কর মিশেল মার্শকে। ডানহাতি এ্ই ব্যাটসম্যান করেছেন ২২ বলে ২৮ রান। তুলে মারতে গিয়ে ক্যাচ দেন আসিফ আলীকে।

এদিকে অভিজ্ঞ স্মিথ ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। শাদাবের বলেই ৬ বলে ৫ রান করে ফখরকে ক্যাচ দিয়ে ফেরেন স্মিথ। অন্যদিক থেকে একাই লড়েছেন ওয়ার্নার। দারুণ ব্যাটিংয়ে অজিদের জয়ের সম্ভাবনা দেখিয়েছেন। ৩০ বলে ৪৯ করে আউট হয়েছেন শাদাবের বলে। অজিদের স্কোর ১০ ওভার শেষে ৮৯। বাকি ১০ ওভারে দরকার ৮৮ রান।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!