• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ছক্কা মেরেই রিজওয়ানের বিশ্বরেকর্ড


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১১, ২০২১, ১১:১৪ পিএম
ছক্কা মেরেই রিজওয়ানের বিশ্বরেকর্ড

ঢাকা: অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে আরও এক বিশ্বরেকর্ড গড়লেন মোহাম্মদ রিজওয়ান। লেগস্পিনার অ্যাডাম জাম্পাকে ছক্কা মেরে রিজওয়ান গড়লেন এক বছরে এক হাজার রান করার বিশ্বরেকর্ড।

এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড আগেই করেছিলেন রিজওয়ান। আজ ব্যাটিংয়ে নামার আগে চলতি বছর ১০০০ রান করতে রিজওয়ানের দরকার ছিল মাত্র ৩৪ রান। ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পার হাত থেকে পাওয়া জীবন ভালোভাবেই কাজে লাগান ডানহাতি এই ওপেনার। একের পর এক বাউন্ডারিতে অজি বোলারদের নাজেহাল করতে থাকেন।

ইনিংসের ১২তম ওভারে জাম্পাকে ডিপ স্কয়ার লেগ দিয়ে স্লগ সুইপে ছক্কা হাঁকিয়ে রিজওয়ান ঢুকে পড়েন ইতিহাসের পাতায়। এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম ব্যাটার হিসেবে ছুঁয়ে ফেলেন ১০০০ রানের মাইলফলক।

চলতি বছর ১ হাজার রান করতে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের লেগেছে মাত্র ২০ ইনিংস। ২০২১ সালে এখন পর্যন্ত ১০৩৩ রান করে এক পঞ্জিকাবর্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক রিজওয়ান। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ২০২১ সালেই সমান সংখ্যক ২৩ ম্যাচ খেলে বাবরের সংগ্রহ ৮২৬ রান। তৃতীয় স্থানে থাকা আইরিশ ব্যাটার পল স্টার্লিং ২০১৯ সালে ২০ ম্যাচ খেলে করেছেন ৭৪৮ রান।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!