• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

জেনেনিন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময় সূচি


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৪, ২০২১, ০১:০১ পিএম
জেনেনিন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময় সূচি

ছবি : সংগৃহীত

ঢাকা : টি-টোয়েন্টি বিশ্বকাপর মঞ্চ থেকে সরাসরি বাংলাদেশে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। শনিবার (১৩ নভেম্বর) সকালে অ্যামিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বাংলাদেশে আসে দলটি। এই সফরে তারা ৩টি টি-টোয়েন্টি ও ২ টেস্ট ম্যাচ খেলবে। এই সফরে পাকিস্তান দল কোনো ওয়ানডে সিরিজ খেলবে না।

বাংলাদেশে এসেই সরাসরি হোটেলে ওঠে। এরপর পুরো দলের সবাইকে করোনা টেস্ট করানো হবে। সবাই নেগেটিভ হলে অনুশীলন শুরু করতে পারবে। রোববার (১৪ নভেম্বর) থেকে তাদের অনুশীলন করতে কথা। তবে করোনা নেগেটিভ হলেও অনুশীলন বাতিল করেছে বাবর আজমের দল।

পুরো টিমের আসলেও বাংলাদেশে আসেননি অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক। ৪ দিনের ছুটি কাটিয়ে আগামী ১৬ নভেম্বর ঢাকায় আসবেন এই দুই পাক তারকা।

তবে বিসিবির একাডেমিতে সোমবার (১৫ নভেম্বর) ও মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে অনুশীলন করবে পাকিস্তান দল। এরপর ১৭ ও ১৮ নভেম্বর বিকেলে অনুশীলন করবে তারা।

আগামী ১৯ নভেম্বর প্রথম টি-টোয়েন্টি। ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচ এবং ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ টি-টোয়েন্টি ম্যাচটি। আর সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। 

টি-টোয়েন্টি সিরিজ শেষে পাকিস্তান দলে চলে যাবে চট্টগ্রামে। সেখানে দুই টেস্টের প্রথমটিতে মুমিনুলবাহিনীর মোকাবেলা করবে। ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট। 

প্রথম টেস্ট আবার তারা আসবে ঢাকায়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৪ থেকে ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!