ঢাকা: শুরুটা বেশ ভালোই হয়েছে নিউজিল্যান্ডের। ইনিংসের দ্বিতীয় বলে মিচেল স্টার্ককে চার মেরে শুরু করা মার্টিন গাপটিল দ্বিতীয় ওভারে জশ হ্যাজলউডের বলেও চার মেরেছেন একটি। তৃতীয় ওভারে স্পিন নিয়ে আসে অস্ট্রেলিয়া। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের ওভারের প্রথম বলেই বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মেরেছেন ড্যারিল মিচেল।
ভাগ্যকেও পাশে পেয়েছে নিউজিল্যান্ড। ম্যাক্সওয়েলের ওভারের তৃতীয় বলেই গাপটিলের ব্যাটের নিচের পাশে লেগেছিল বল। কিন্তু অস্ট্রেলিয়ান উইকেটকিপার ম্যাথু ওয়েড কঠিন ক্যাচটা ধরতে পারেননি। তৃতীয় ওভার শেষে নিউজিল্যান্ডের রান ছিল বিনা উইকেটে ২৩।
তবে বেশিক্ষণ টিকতে পারলেন না মিচেল। আগের ওভারে ম্যাক্সওয়েলের বলে গাপটিলের ক্যাচ হাতছাড়া করা ওয়েডের ক্যাচেই পড়ল নিউজিল্যান্ডের প্রথম উইকেট।হ্যাজলউডের স্লোয়ার বল মিচেলের ব্যাট ছুঁয়ে গেল উইকেটের পেছনে, ওয়েড এবার আর ক্যাচ নিতে ভুল করলেন না।
৮ বলে ১ ছক্কায় ১১ রান করে ফিরলেন মিচেল। ২৮ রানে ভাঙল নিউজিল্যান্ডের উদ্বোধনী জুটি। কিউইদের স্কোর ৩০/১।
সোনালীনিউজ/এআর
আপনার মতামত লিখুন :