• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ম্যান অব দ্য ফাইনাল মার্শ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৫, ২০২১, ০৮:০৯ এএম
ম্যান অব দ্য ফাইনাল মার্শ

ঢাকা: মাত্র ৩২ বলে ফিফটি করে বিশ্বকাপ ফাইনালে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছিলেন কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসন। রান তাড়া করতে নেমে ৩১ বলে ফিফটি করে সেই রেকর্ড নিজের করে নেন মিচেল মার্শ।

শুধু এই রেকর্ড ভাঙাই নয়, তিন নম্বরে নেমে শেষপর্যন্ত ৫০ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে বিশ্বকাপের শিরোপাই এনে দিয়েছেন মার্শ। যার ফলে তার হাতেই উঠেছে বিশ্বকাপের ম্যান অব দ্য ফাইনাল পুরস্কারটি।

বিশ্বকাপের প্রতি আসরে ফাইনাল সেরা খেলোয়াড়

২০০৭ - ইরফান পাঠান (১৬ রানে ৩ উইকেট)
২০০৯ - শহিদ আফ্রিদি (৫৪* রান ও ১ উইকেট)
২০১০ - ক্রেইগ কিয়েসওয়েটার (৬৩ রান)
২০১২ - মারলন স্যামুয়েলস (৭৮ রান ও ১ উইকেট)
২০১৪ - কুমার সাঙ্গাকারা (৫২ রান)
২০১৬ - মারলন স্যামুয়েলস (৮৫ রান)
২০২১ - মিচেল মার্শ (৭৭* রান)

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!