• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

নিশ্চিতভাবেই বিশ্বকাপে বাবরের সাথে অন্যায় হয়েছে


ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৫, ২০২১, ১২:০২ পিএম
নিশ্চিতভাবেই বিশ্বকাপে বাবরের সাথে অন্যায় হয়েছে

ছবি: ইন্টারনেট

ঢাকা : শেষ হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর। রোববার (১৪ নভেম্বর) রাতে অস্ট্রেলিয়ার হাতে শিরোপা ওঠার মধ্য দিয়ে ফাইনাল শেষ হয়। ফাইনালে ম্যাচ সেরা হয়েছেন মিচেল মার্শ এবং টুর্নামেন্ট সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ডেভিড ওয়ের্নার।

অস্ট্রেলিয়ার প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের আনন্দ আরও বাড়িয়ে তুলে টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন ডেভিড ওয়ার্নার। তবে বিষয়টি মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার। তার মতে, বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়ার দাবিদার ছিলেন বাবর আজম।

পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ব্যাট হাতে দারুণ এক টুর্নামেন্ট কাটিয়েছেন। দল সেমিফাইনালে নাটকীয় পরাজয় বরণ করলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় বাবরের দলকে। কিন্তু ব্যাট হাতে তিনিই আছেন সবার শীর্ষে।

ফাইনাল ম্যাচে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার পর শোয়েব আখতার নিজের টুইটার প্রোফাইলে লিখেছেন, ‘অপেক্ষা করছিলাম বাবর আজমের হাতে টুর্নামেন্ট সেরা পুরস্কারটি দেখার জন্য। নিশ্চিতভাবেই অন্যায় সিদ্ধান্ত হয়েছে।’

দুবাইয়ে রোববারের ফাইনাল ম্যাচটি গ্যালারিতে বসেই দেখেছেন শোয়েব। তার সঙ্গে গ্যালারিতে ছিলেন সাবেক সতীর্থ শহিদ আফ্রিদিও।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!