• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ : সবার আগে মুশফিক


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৫, ২০২১, ১২:০২ পিএম
বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ : সবার আগে মুশফিক

মুশফিকুর রহিম

ঢাকা : দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চট্টগ্রাম অবস্থান করছে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট দল। এই দলে নেই সাকিব, তামিম ও রিয়াদ। তবে আছেন মুশফিকুর রহিম। অনুশীলনে একটু বেশিই সিরিয়াস তিনি। 

বাংলাদেশ দল বুধবার (২৪ নভেম্বর) অনুশীলনে আসে দুপুর দেড়টায়। তার দেড় ঘণ্টা আগে আসেন মুশফিক। টানা একা ব্যাটিং অনুশীলন শেষে যোগ দেন সতীর্থদের সঙ্গে। মুশফিক আগেভাগে চট্টগ্রাম এসে গত রোববার থেকে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ ও পাকিস্তান দুই ম্যাচেরপ্রথম টেস্ট শুরু হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। 

বুধবার প্রথম অনুশীলন করেছে দুই দল। সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাবর আজমরা এবং দুপুর দেড়টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মুমিনুলরা। ঢাকায় টি ২০ সিরিজ জিতে চাঙ্গা পাকিস্তান।

 অপরদিকে হতাশার টি ২০ বিশ্বকাপ ও পাকিস্তানের কাছে সিরিজ হারের পর টাইগাররা আত্মবিশ্বাস ফিরে পেতে চট্টগ্রাম টেস্ট জিততে চায়। টিম ডিরেক্টর খালেদ মাহমুদ ও কোচ রাসেল ডমিঙ্গোর তত্ত্বাবধানে অনুশীলন চলে। দলে দুই নতুন রেজাউর রহমান রাজা এবং মাহমুদুল হাসান জয়কেও কঠোর অনুশীলন করতে দেখা গেছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!