• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

যে কারণে রাতে ঘুমাতে পারেননি মুমিনুল


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ৫, ২০২২, ১২:৫১ পিএম
যে কারণে রাতে ঘুমাতে পারেননি মুমিনুল

ঢাকা : মাউন্ট মঙ্গানুই টেস্টের চতুর্থ দিনই জয়ের রোমাঞ্চ ছুঁয়ে গিয়েছিল বাংলাদেশ দলকে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) শেষ বেলায় টানা তিন উইকেট নিয়ে সমীকরণটা সহজ করে দিয়েছিলেন ইবাদত হোসেন। আজ শেষ দিনে অপেক্ষা ছিলো সেই সমীকরণ মেলানোর। সেই লক্ষ্যে সফল বাংলাদেশ দল। আজ প্রথম সেশনেই নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারিয়ে দিল মুমিনুল হকের দল।

অথচ জয়ের আগে রাতও নির্ঘুম কেটেছে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের। আজ লে ওভালে কী হবে না হবে এই ভেবে ঘুমাতে পারেননি মুমিনুল।

আজ কিউইদের আট উইকেটে হারিয়েছে বাংলাদেশ। জয়ের পর নিজের রোমাঞ্চ আর ভয়ের কথা জানাতে ভুল করলেন না সফরকারী অধিনায়ক।  

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মুমিনুল বলেন, আমি ভাষায় প্রকাশ করতে পারব না, কী অনুভব করছি। এটা এক কথায় অবিশ্বাস্য। সত্যি কথা বলতে, আমি গতকাল রাতে ঘুমোতে পারিনি, আজ কী হবে সেটা ভেবে। যখনই ৫ উইকেট পড়ে গেল, মনে হয়েছে ওরা কম রানেই অলআউট হয়ে যেতে পারে।

টেস্ট শুরুর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে হয়তো গোনায়ই ধরেনি কেউ। জয়ের চিন্তা বাংলাদেশের ক্রিকেটারদের ভাবনাতেও ছিলো না। তাঁর শুধু নিজেদের কাজ ঠিকঠাক রেখে সামনে আগাতে চেয়েছেন। তাতে সফলও হয়েছেন ইবাদতরা।

মুমিনুল বললেন, আমরা ফল নিয়ে কিন্তু চিন্তা করিনি। আমি এখন বললে হয়তো অনেকে বলবে লোকটা পাগল হয়ে গিয়েছে। আমাদের ভেতরে ছিলো, প্রক্রিয়া অনুযায়ী যেন খেলতে পারি। যেমন ব্যাটিংয়ের সময় লক্ষ্য ছিলো লম্বা সময় ধরে খেলার। বোলিংয়ে একটা জায়গায় বল করা।

অধিনায়ক আরো বলেন, কাল শেষ বেলায় ইবাদত যখন হঠাৎ করেই উইকেট নিলো, তখন মনে হলো, এ টেস্ট জেতার জন্য যাচ্ছি। আজ অলআউট হওয়ার পর নিশ্চিত হয়েছি। তবে বাড়তি উত্তেজনা কাজ করছিল না। টিভিতে দেখতে থাকলে দেখবেন, আমরা সবাই শান্ত থাকার চেষ্টা করেছি। বল ধরে ধরে খেলার চেষ্টা করেছি- ব্যাটিং, বোলিং। ব্যাটিংয়ে শুরুতে চাপে ছিলাম। মুশফিক ভাই ওই দুইটা রান নেয়ার পরই মনে হয়েছে জিতেছি।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে খুব বাজে সময় কেটেছে বাংলাদেশের। গত চক্রে নিজেদের ৭ ম্যাচের ৬টিতেই হেরেছিল বাংলাদেশ, একটিতে করেছিল ড্র। কিন্তু এবারের চক্র শুরু হলো দুর্দান্তভাবে। তাও আবার বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে। টেস্ট চ্যাম্পিয়শিপে বড় জয় দিয়ে নতুন বছর শুরু করল মুমিনুল হকের দল।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!