• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ইনিংস ব্যবধানের হারার পর যা বললেন মুমিনুল


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১১, ২০২২, ১২:৩১ পিএম
ইনিংস ব্যবধানের হারার পর যা বললেন মুমিনুল

ছবি : সংগৃহীত

ঢাকা : নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হারে প্রথম টেস্ট জয়ী বাংলাদেশ। নিউজিল্যান্ডের রানের পাহাড়ে চাপা পড়ে মুমিনুল হকরা। মাউন্ট মঙ্গানুইয়ে যেমন খেলেছে বাংলাদেশ, ক্রাইস্টচার্চে দেখা গেলো ঠিক বিপরীত। 

নিউজিল্যান্ড সফরের প্রথম টেস্টে যেখানে স্বাগতিকদের একবারের জন্যও স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেয়নি টাইগাররা, সেখানে দ্বিতীয় ম্যাচে নিজেরাই খাবি খেয়েছে পুরো ম্যাচ জুড়ে। যার ফলে হয়েছে যা হওয়ার তাই। ম্যাচের প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের ৬ উইকেটে করা ৫২১ রান, দুই ইনিংসে ২০ উইকেট মিলিয়েও করতে পারেনি বাংলাদেশ। ফলে ক্রাইস্টচার্চে হারতে হয়েছে ইনিংস ও ১১৭ রানের বড় ব্যবধানে। তবে দ্বিতীয় ম্যাচ হারলেও সিরিজ কিন্তু হারেনি বাংলাদেশ।

আগেই প্রথম ম্যাচ জিতে রাখায় ১-১ ব্যবধানে শেষ হলো দুই ম্যাচের সিরিজটি। পাশাপাশি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও মূল্যবান ১২টি পয়েন্ট পেয়েছে মুমিনুল হকের দল। আর এ কারণেই দ্বিতীয় ম্যাচ হারলেও, নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবার তাদের বিপক্ষে জয় পাওয়ায় নিজের দল নিয়ে গর্বিত অধিনায়ক মুমিনুল।

মঙ্গলবার ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেছেন, ‘আমার দল নিয়ে খুবই গর্বিত। প্রথম ম্যাচের ব্যাপারে আমি সত্যিই খুশি। তবে দ্বিতীয় ম্যাচটি হতাশাজনক ছিল। প্রথম টেস্ট জেতার পর এটি আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল। দেশের বাইরে খেলা মাইন্ডসেটের ওপর নির্ভর করে।’

এসময় সিরিজটি থেকে পাওয়া ইতিবাচক দিকের বিষয়ে মুমিনুল বলেন, ‘আমাদের বেশ কিছু ইতিবাচক বিষয় আছে। এবাদত দারুণ বোলিং করেছে এবং লিটন অসাধারণ ব্যাটিং করেছে। যতক্ষণ সে (লিটন) ব্যাট করেছে, মনেই হয়নি পিচটি ব্যাটিংয়ের জন্য কঠিন।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!