• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে যা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক


ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১১, ২০২২, ০১:৫২ পিএম
বাংলাদেশকে লজ্জায় ডুবিয়ে যা বললেন নিউজিল্যান্ড অধিনায়ক

ঢাকা : ক্রাইস্টচার্চ থেকে লজ্জাজনক হার দিয়ে শেষ করল বাংলাদেশ দল। মাত্র তিন দিনও খেলতে পারেননি টাইগাররা। ম্যাচশেষে কথা বলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টম লাথাম।

তিনি বলেন, এ ম্যাচে আমাদের মূল উদ্দেশ্য ছিল নিখুঁত পারফরম্যান্স করা। এর জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে, দুর্বলতা কাটিয়েছি। ফলে আমরা সত্যিই ভালো ক্রিকেট খেলেছি।

তিনি বলেন, আমরা প্রতিপক্ষকে ব্যাট এবং বল উভয় দিকে চাপ দিতে চেয়েছিলাম। যেটি আমরা পেরেছি।

লাথাম বলেন, আমরা প্রথম ইনিংসে একটি বড় সংগ্রহ করেছি। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা এ ম্যাচে আমাদের মতো করে খেলতে সক্ষম হয়েছি।

প্রথম টেস্টে আমরা ভালো খেলতে পারিনি, ওই টেস্টে কৃতিত্ব বাংলাদেশের।

তিনি বলেন, আমাদের পেস বোলাররা ভালো বল করেছেন, ফলে আমরা সফল হয়েছি।

নিউজিল্যান্ড অধিনায়ক বলেন, শেষ উইকেট তুলে নেন রস টেলর। যিনি ১৭ বছর ধরে নিউজিল্যান্ড ক্রিকেটের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!