• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

ক্রিকেটার তামিমের চাচা আকবর খান আর নেই


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ১৭, ২০২২, ১০:৪১ এএম
ক্রিকেটার তামিমের চাচা আকবর খান আর নেই

ফাইল ছবি

ঢাকা : জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবালের চাচা ও বিসিবি পরিচালক আকরাম খানের ছোট ভাই আকবর খান আর নেই। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার ৪৫ বছর বয়সে তিনি মারা গেছেন।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩ টার দিতে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বলে জানা গেছে।

আকবর খান

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে আকবরের বোন জামাই সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ বাদ আছর আউটার স্টেডিয়াম প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!