• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

এবার পিএসএল ছাড়লেন আরও এক বিদেশি


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২০, ২০২২, ০২:৫৫ পিএম
এবার পিএসএল ছাড়লেন আরও এক বিদেশি

ঢাকা : অ্যালেক্স হেলস ও জেমস ফকনারের পর এবার পিএসএলকে বিদায় বলেছেন ক্যারিবীয় ক্রিকেটার শেরফানে রাদারফোর্ড। ফলে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছেড়ে যাওয়া বিদেশি ক্রিকেটারদের তালিকা ক্রমশ বড় হচ্ছে। 

চলমান সপ্তম আসরে রাদারফোর্ড খেলছিলেন পেশোয়ার জালমির হয়ে। প্লে-অফ নিশ্চিত করা দলটিকে কেন তিনি হুট করে বিদায় বললেন তা স্পষ্টভাবে জানা যায়নি। রাদারফোর্ড দাবি করেছেন, ‘ব্যক্তিগত কারণে’ এমন সিদ্ধান্ত। আবার ফ্র্যাঞ্চাইজি বলছে, পরিবারকে দেখতে পিএসএল ছেড়েছেন রাদারফোর্ড।

এক টুইট বার্তায় রাদারফোর্ড লিখেছেন, ‘পাকিস্তানে সময়টা উপভোগ করেছি। তবে দুর্ভাগ্যবশত ব্যক্তিগত কিছু কারণে বাড়ি ফিরতে হচ্ছে। পেশোয়ার জালমির প্রতি শুভেচ্ছা রইল। ঘর থেকে সমর্থন করব।’

এদিকে রাদারফোর্ডের সাথে আরেক বিদেশিকে হারিয়েছে পেশোয়ার। তিনি হলেন টিম কোহলার-ক্যাডমোর। এই ক্রিকেটার অবশ্য ছিটকে গেছেন চোটের কারণে। এই দুঃসময়ে পেশোয়ার পাশে পাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) মাতিয়ে যাওয়া বেনি হাওয়েলকে। আসরের বাকি অংশে পেশোয়ারের হয়ে মাঠ মাতাবেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএলে নাম কুড়ানো হাওয়েল।

রাদারফোর্ডের মত হেলসও ব্যক্তিগত কারণে পিএসএল ছেড়ে যান। অন্যদিকে জেমস ফকনার পারিশ্রমিক না পাওয়ার অভিযোগ তোলে লঙ্কাকাণ্ড বাঁধিয়ে ছেড়ে যান পাকিস্তান। যার কারণে পিএসএলে নিষিদ্ধ হতে হয়েছে তাকে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!