• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

ফারুকির গতির কাছে তিন ম্যাচেই পরাস্ত তামিম


ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারি ২৮, ২০২২, ১২:৫৫ পিএম
ফারুকির গতির কাছে তিন ম্যাচেই পরাস্ত তামিম

ঢাকা : আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় নিশ্চিত হয়েছে গত ম্যাচেই।তবে তামিম ইকবাল- ফজল হক ফারুকির দ্বৈরথে জয়ী হয়েছেন আফগান পেসার। টানা তিন ম্যাচেই ফারুকির পেসে পরাস্ত হয়েছেন বাংলাদেশ অধিনায়ক। সর্বশেষ তৃতীয় ওয়ানডেতে বামহাতি পেসারের গতিতেই বোল্ড হয়েছেন তামিম। তাতে পুরো সিরিজেই ব্যর্থ থাকলেন বাংলাদেশ দলের এই মারকুটে ওপেনার।   

চট্টগ্রামে আফগানদের হোয়াইটওয়াশ করার মিশনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে টস জিতে স্বাগতিকদের সংগ্রহ ২০ ওভারে ১ উইকেটে ৯১ রান। ক্রিজে আছেন লিটন দাস (৫৪) ও সাকিব আল হাসান (২৩)।

অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামা বাংলাদেশের শুরুটা ছিল ধীর গতির। পাশাপাশি নড়বড়েও। শুরু থেকেই ফজল হক ফারুকির পেস খেলতে সমস্যা হচ্ছিল তামিমের। দ্বিতীয় বলে লেগ বিফোরের আবেদনও উঠেছিল। কিন্তু আম্পায়ার সাড়া দেননি।

একই দশা ছিল লিটন দাসেরও। তৃতীয় ওভারে ফজল হক ফারুকির বলে ফ্লিক করতে গিয়েছিলেন তিনি। শুরুর দিকে মনে হচ্ছিল বল প্যাডে লেগেছে। আফগানরা এলবিডাব্লিউর আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি তাতে। পরে রিভিউ নিলে দেখা গেছে ব্যাট ছুঁয়ে প্যাডে লেগেছে বল।

নড়বড়ে শুরুর ষষ্ঠ ওভারে ক্যাচও উঠে তামিমের। কিন্তু মুজিবের বলে ইনসাইড এজ হলেও কঠিন ক্যাচ গ্লাভসে জমাতে পারেননি কিপার। কিন্তু ১১তম ওভারে ফারুকির বলে আর শেষ রক্ষা হয়নি। আগের দুই ম্যাচের মতো প্রায় একই ডেলিভারিতে তামিমকে বিপদে ফেলেছেন আফগান পেসার ফারুকি। শেষ দুই ম্যাচে লেগ বিফোরে ফিরলেও এবার ভেতরে ঢুকে পড়া বলে হয়েছেন বোল্ড।

সোনালীনিউজ/এনএন

Wordbridge School
Link copied!