• ঢাকা
  • রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

তামিমের চোখে এখন সেরা মিরাজ


ক্রীড়া ডেস্ক মার্চ ১৯, ২০২২, ১২:২৫ পিএম
তামিমের চোখে এখন সেরা মিরাজ

ছবি : সংগৃহীত

ঢাকা : এক জয় দিয়ে  টিম টাইগাররা দক্ষিণ আফ্রিকার মাটিতে দীর্ঘ জয় খরা কাটিয়েছে। সেঞ্চুরিয়নে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ৩৮ রানে জেতা ম্যাচটিতে বাংলাদেশের হয়ে প্রায় সব ক্রিকেটারই পারফর্ম করেছে।

যদিও ম্যাচের শেষে কেবল একজনকেই সেরা হিসেবে বেছে নেওয়ার সুযোগ থাকে। সেই পুরষ্কার বাগিয়ে নিয়েছেন ৭৭ রান করা সাকিব আল হাসান। তবে ম্যাচে মেহেদি মিরাজ শেষদিকে ৪ উইকেট তুলে নিয়ে বাংলাদেশের জয় সহজ করে দিয়েছেন। ম্যাচসেরার পুরস্কার না পেলেও অধিনায়কের কাছ থেকে প্রশংসা পেয়েছেন এই ডানহাতি অফ স্পিনার।

ব্যাট হাতে ১৩ বলে ১৯ রানের পর বল হাতে ৬১ রানে ৪ উইকেট নেওয়া মিরাজকে নিজের চোখে ম্যাচের সেরা বলে দাবি করেছেন অধিনায়ক তামিম। মূলত ডেথ ওভারে মিরাজের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া মুগ্ধ করেছে তামিমকে। প্রথম চার ওভারে ৩৮ রান দেওয়া মিরাজ পরের স্পেলে ফিরে ৫ ওভারে ৪ উইকেট নিয়েছেন ২৩ রান খরচায়।

শুরুর ওই স্পেলের পরও আত্মবিশ্বাস নিয়ে অধিনায়কের কাছে নিজেই বোলিং চেয়েছিলেন মিরাজ, এমনটা জানিয়ে তামিম বলেন, “সব দলেই মিরাজের মতো একজন থাকা দরকার। ৪ ওভারে ৩৮ রান দেওয়ার পরও সে এসে আমাকে বলে, ‘আমাকে বল দেন, ম্যাচ ঘুরিয়ে দেব।’ সব সময় হয়তো এটা কাজে লাগবে না, কিন্তু ওর যে আত্মবিশ্বাস ছিল, সেটা আমার ভালো লেগেছে।’

এরপরে মিরাজকে নিজের চোখে ম্যাচসেরা দাবি করে তামিম আরও যোগ করেন, ‘আমার চোখে, আজকের ম্যাচের সেরা মিরাজ।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!