• ঢাকা
  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

অল্প রানে ভারতকে আটকে দিল বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক মার্চ ২২, ২০২২, ১০:২৫ এএম
অল্প রানে ভারতকে আটকে দিল বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ঢাকা : হ্যামিল্টনে নারী বিশ্বকাপের ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং করে ২২৭ রান করেছে তারা। শুরুটা যেভাবে হয়েছিল, মনে হচ্ছিল রানটা ছাড়িয়ে যেতে পারে তিনশ। 

তবে সময়ের সঙ্গে ভারতের উইকেট তুলে নিল বাংলাদেশ। ফেলল রানের চাপেও। শেষদিকে অবশ্য আবারও রানের স্রোতটা বাড়ানোর চেষ্টা করলেন ভারতের ব্যাটসম্যানরা। শেষ অবধি ভারতকে বড় রান করতে দেয়নি বাংলাদেশ।

উদ্বোধনী জুটিতে ৭৪ রান যোগ করেন ভারতের দুই ওপেনার। মারমুখী শেফালি ভার্মা জাহানারা আলমের এক ওভারেই হাঁকান তিন চার। ম্যাচের নিয়ন্ত্রণ যখন ধীরে ধীরে ফসকে যাচ্ছে তখনই বাংলাদেশকে খেলায় ফেরান নাহিদা আক্তার।

তার শট বল পুল করতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন স্মৃতি মান্দানা। ৩ চারে ৫১ বলে ৩০ রান করেন তিনি। পরের ওভারের তৃতীয় বলেই ভয়ঙ্কর হতে থাকা শেফালিকে ফেরান রিতু মণি।

এগিয়ে এসে তার বল খেলতে চেয়েছিলেন তিনি। ৪২ বলে ৪২ রান করেন শেফালি। এরপর মিতালি রাজকে একেবারেই শূন্য রানেই সাজঘরের পথ দেখান রিতু। 

ইয়াশকিতা ভাটিয়ার সঙ্গে এরপর ইনিংস মেরামতের কাজ শুরু করেছিলেন হারমানপ্রিত কার। কিন্তু তাকে দুর্দান্তভাবে রান আউট করেন ফারজানা হক। ৩৩ বলে ১৪ রান করেন তিনি। তার সঙ্গী ভাটিয়া অবশ্য তুলে নেন ফিফটি। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!