• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

মালদ্বীপের বিপক্ষে হেরেছে বাংলাদেশ


মোহাম্মদ মাহামুদুল, মালদ্বীপ মার্চ ২৫, ২০২২, ১২:৪৬ পিএম
মালদ্বীপের বিপক্ষে হেরেছে বাংলাদেশ

ঢাকা : শ্রীলঙ্কায় প্রাইম মিনিস্টার মহিন্দা রাজাপাকসে টুর্নামেন্টে গত নভেম্বর যেই মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। তবে সেই আনন্দস্মৃতি এই ম্যাচে ধরে রাখতে পারল না বাংলাদেশ।

ফিফা উইন্ডোতে মালদ্বীপের বিপক্ষে প্রীতি ম্যাচে ২-০ গোলে হেরেছে বাংলাদেশ। নতুন কোচ হাভিয়ের ক্যাবরেরার অধীনে শুরুটা ভাল হলনা লাল-সবুজদের।

মালদ্বীপের রাজধানী মালেতে  রাশমি ধান্দু স্টেডিয়ামে বৃহস্পতিবার  নিজের প্রথম মিশনে নামেন নতুন কোচ হাভিয়ের ক্যাবরেরা।

তবে শুরুটা ভাল করতে পারলেন না এই স্প্যানিশ কোচ। মালদ্বীপের কাছে ২-০ তে হেরেছে তার দল।  

 বাংলাদেশ থেকে র‍্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপ ম্যাচের প্রথম থেকেই আধিপত্য নেয়। যার ফলে ৩৮তম মিনিটেই পিছিয়ে যায় বাংলাদেশ । হাসান রাইফের গোলে এগিয়ে যায় মালদ্বীপ। প্রথম হাফে  ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয় হাফেও সেই একই ধারায় খেলতে থাকে স্বাগতিকরা। সময় গড়ানোর সাথে সাথে ম্যাচ জয়ের সম্ভাবনা কমে  যায় ক্যাবরেরার দলের।
এরই মধ্যে ইব্রাহিম হাসানের গোলে জয় নিশ্চিত করে মালদ্বীপ।

তবে দ্বিতীয় হাফে বাংলাদেশও বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। তবে গোলের দেখা পায় নি। শেষ পর্যন্ত মালদ্বীপের মাঠে হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

মালদ্বীপের স্টেডিয়ামের তিনপাশে  ছিল বাংলাদেশি দর্শক। খেলা দেখতে রাজধানীর পাশে বিভিন্ন আইল্যান্ড থেকেও এসেছিল
বাংলাদেশের সমর্থক প্রবাসী বাংলাদেশিরা

মাঠে দর্শক দেখে মনে হয়েছিল মালদ্বীপের মাটিতে একটুকরো বাংলাদেশের সৃষ্টি হয়েছে কিন্তু সেই দর্শকদের হতাশা করল বাংলাদেশ লাল-সবুজের দল,জামাল ভূইয়ারা।

উল্লেখ, গত জানুয়ারিতেই স্প্যানিশ এই কোচের হাতে দলের দায়িত্ব তুলে দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। মাত্র চার দিনের প্রস্তুতি নিয়ে মালদ্বীপে গিয়ে ভরাডুবিই।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!