Menu
ছবি : সংগৃহীত
ঢাকা : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবানে আজ থেকে শুরু হচ্ছে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ।
এক সিরিজ পর সাদা পোশাকের ক্রিকেটে ফেরার কথা ছিল ওপেনার তামিম ইকবালের। তবে পেটের সমস্যার কারণে প্রথম টেস্টের একাদশে নেই এ ক্রিকেটার। সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেললেও নিউজিল্যান্ড সফরে ছিলেন না এ অভিজ্ঞ ওপেনার।
প্রথম টেস্টে বাংলাদেশ দলে নেই পেসার শরিফুল ইসলাম। চোটের কারণে তাঁকে একাদশে রাখেনি টিম ম্যানেজমেন্ট। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন খালেদ আহমেদ।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দলে নেই কাগিসো রাবাদা, এনরিখ নরকিয়া, ভ্যান ডার ডুসেন, এইডেন মার্করাম ও লুঙ্গি এনগিডি। তাঁদের পরিবর্তে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার নিয়ে মাঠ নামছেন প্রোটিয়া অধিনায়ক এলগার। অভিষেক হয়েছে উইলিয়ামসের। এছাড়াও টেস্ট একাদশে ফিরলেন হার্মার।
বাংলাদেশ একাদশ : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী।
দক্ষিণ আফ্রিকা একাদশ : ডিন এলগার (অধিনায়ক), সারেল আরউই, কিগান পিটারসেন, টেম্বা বাভুমা, রিয়ান রিকেলটন, উইয়ান মাল্ডার, কাইল ভেরেইন্নে, কেশব মহারাজ, হার্মার, লুথো সিপামলা, লিজাড উইলিয়ামস।
সোনালীনিউজ/এমএএইচ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT