• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

জয়ের ফিফটিতে লড়ছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২, ২০২২, ০৩:৩৩ পিএম
জয়ের ফিফটিতে লড়ছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ঢাকা : ডারবান টেস্টে মাহমুদুল জয় ও লিটন দাস জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ফিফটি পূর্ণ করেছেন জয়। ১৭০ বলে আসে তার ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি। তৃতীয় দিনের শুরুতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। নাইটওয়্যাচম্যান হিসেবে দায়িত্ব পালন করা তাসকিন ফিরে গেছেন ১০ রান করে।

আগের দিন শেষ সেশনে ব্যাট করতে নামা তাসকিন তৃতীয় দিনের তৃতীয় ওভারে লিজার্ড উইলিয়ামসের বলে উইয়ান মালডারের হাতে ধরা পড়েন।

সর্বশেষ রিপোর্ট খেলা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ১৬০ রান। মাহমুদুল জয় ৬৯ ও লিটন দাস ২৯ রানে অপরিজত আছেন।

এর আগে দ্বিতীয় দিন শেষে সফরকারী দলের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৯৮। ৪৫ রানে অপরাজিত ছিলেন মাহমুদুল জয় ও তার সঙ্গী তাসকিন অপরাজিত ছিলেন শূন্য রানে। একাই বাংলাদেশের ইনিংসে ৪টি উইকেট নেন প্রোটিয়া স্পিনার সাইমন হারমার।

দ্বিতীয় দিন নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করা শেষ করে সাউথ আফ্রিকা। ৩৬৭ রানে থেমে যায় প্রোটিয়াদের ইনিংসের চাকা। বাংলাদেশের হয়ে ৪টি উইকেট পান খালেদ আহমেদ। ৩টি উইকেট যায় মেহেদী মিরাজের ঝুলিতে। আর ২টি উইকেট পান এবাদত হোসেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!