• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০

দেশে ফিরলেন মুমিনুলসহ ৭ ক্রিকেটার


ক্রীড়া ডেস্ক এপ্রিল ১৩, ২০২২, ০৩:৩৫ পিএম
দেশে ফিরলেন মুমিনুলসহ ৭ ক্রিকেটার

ছবি : সংগৃহীত

ঢাকা : অধিনায়ক মুমিনুল হকসহ ৭ জন ক্রিকেটার সকাল ৯টায় প্রোটিয়া সফর শেষে দেশে ফিরেছেন। অধিনায়কের সঙ্গে ফিরেছেন লিটন দাস, ইয়াসির রাব্বি, খালেদ আহমেদ, তাইজুল ইসলাম, নুরুল হাসান, এবাদত হোসেন ও নাজমুল হোসেন শান্ত। আরও দুই ধাপে ভাগ হয়ে আগামীকাল দেশে ফিরবেন বাকি ক্রিকেটাররাও।

বুধবার (১৩ এপ্রিল) দেশে ক্রিকেটারদের সঙ্গে দলের একজন স্টাফও ফিরেছেন।

ক্রিকেটাররা ফিরলেও ছুটিতে থাকবেন কোচরা। এরমধ্যে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো ও পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড নিজ দেশে (দক্ষিণ আফ্রিকা) থাকবেন। অন্যদিকে নিজ দেশ শ্রীলঙ্কায় যাবেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ।

আগামী মাসে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলের সঙ্গে যোগ দেবেন কোচরা। দুই টেস্টের প্রথমটি শুরু হবে ১৫ মে থেকে চট্টগ্রামে। ২৩ মে থেকে মিরপুরে গড়াবে দ্বিতীয় টেস্ট।

তামিম ইকবাল, মুশফিকুর রহিমসহ বাকিরা ফিরবেন আরও দুই ধাপে। ক্রিকেটাররা দেশে ফেরার পর কয়েক দিনের বিশ্রাম শেষে ডিপিএলে নিজ নিজ দলে যোগ দেবেন।

সাউথ আফ্রিকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় বাংলাদেশ। তবে দুই ম্যাচের টেস্ট সিরিজের দুটিতেই হেরে যায় টাইগাররা।

ডিপিএল শেষে তামিম-মুমিনুলদের সামনে রয়েছে ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!