• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

আইপিএলে কে কত কোটি রুপি প্রাইজমানি পেলেন


ক্রীড়া ডেস্ক মে ৩০, ২০২২, ০৪:৩২ পিএম
আইপিএলে কে কত কোটি রুপি প্রাইজমানি পেলেন

ছবি: ইন্টারনেট

ঢাকা : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসরের পর্দা নেমেছে। দুই মাসের বেশি সময় ধরে চলা এই আসরে রোববারের মেগা ফাইনালে আবির্ভাবেই বাজিমাত করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স। ১৪ বছর পর ফাইনালে ওঠা রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে শিরোপার মুকুট প্রথমবার খেলতে নামা গুজরাটের। চ্যাম্পিয়ন হয়ে দলটি পুরস্কার হিসেবে পেয়েছে ২০ লাখ রুপি।

প্রথমবার ফাইনাল খেলতে আসা দলটির নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ৯ উইকেটে মাত্র ১৩০ রান করতে পারে রাজস্থান। জবাবে ১১ বল আগে ৩ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে হার্দিক পান্ডিয়ার গুজরাট। শুভমান গিল ওবেড ম্যাকয়কে ডিপ স্কয়ার লেগে বিশাল ছক্কা মারলে শিরোপা উৎসবে মাতে তারা।  

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টে কে কত টাকা পুরস্কার পাচ্ছেন সেটি এক নজরে দেখে নেওয়া যাক: 

চ্যাম্পিয়ন : গুজরাট টাইটান্স, ২০ কোটি রুপি
রানার্সআপ : রাজস্থান রয়্যালস, সাড়ে ১২ কোটি রুপি
তৃতীয় স্থান : রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ৭ কোটি রুপি
চতুর্থ স্থান : লখনৌ সুপার জায়ান্টস, সাড়ে ৬ কোটি রুপি

ফেয়ার-প্লে ট্রফি : যৌথভাবে গুজরাট ও রাজস্থান
ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন : উমরান মালিক, ১০ লাখ রুপি
মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অব দ্য সিজন : জস বাটলার, ১০ লাখ রুপি

ম্যান অব দ্য টুর্নামেন্ট : জস বাটলার, ১০ লাখ রুপি
ম্যান অব দ্য ফাইনাল : হার্দিক পান্ডিয়া, ৫ লাখ রুপি

সর্বোচ্চ রান : জস বাটলার, ১০ লাখ রুপি
সর্বোচ্চ উইকেট : যুজবেন্দ্র চেহেল, ১০ লাখ রুপি

সর্বোচ্চ ছয় : জস বাটলার, ১০ লাখ রুপি
সর্বোচ্চ চার : জস বাটলার, ১০ লাখ রুপি

গেম চেঞ্জার অব দা সিজন : জস বাটলার, ১০ লাখ রুপি
পাওয়ার প্লে অব দ্য সিজন : জস বাটলার, ১০ লাখ রুপি

সুপার স্ট্রাইকার অব দ্য সিজন : দিনেশ কার্তিক, ১০ লাখ রুপি
ফাস্টেস্ট ডেলিভারি অব দ্য সিজন : লকি ফার্গুসন, ১০ লাখ রুপি
ক্যাচ অব দ্য সিজন : এভিন লুইস, ১০ লাখ রুপি

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!