• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

এক ইনিংসে ৯ জনের হাফসেঞ্চুরি, ক্রিকেটে বিশ্বরেকর্ড


ক্রীড়া ডেস্ক জুন ৮, ২০২২, ০৪:৪৬ পিএম
এক ইনিংসে ৯ জনের হাফসেঞ্চুরি, ক্রিকেটে বিশ্বরেকর্ড

ছবি: ইন্টারনেট

ঢাকা : ভারতের ঘরোয়া রঞ্জি ট্রফির ম্যাচে হলো ইতিহাস। এক ইনিংসে নয় ব্যাটার করলেন কমপক্ষে হাফসেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন ঘটনা এবারই প্রথম।

ঝাড়খণ্ডের বিপক্ষে রঞ্জি ট্রফি কোয়ার্টার ফাইনালে বেঙ্গলের ব্যাটসম্যানদের ব্যাটে ছিল রানের ফোয়ারা। প্রথম ৯ ব্যাটসম্যানের প্রত্যেকে পঞ্চাশোর্ধ্ব রান করেছেন, যা প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাস। 

ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে অভিমন্যু ঈশ্বরণের দল ৭ উইকেটে ৭৭৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করে।

প্রথম ৯ জনের হাফসেঞ্চুরি

প্রথম শ্রেণির এক ইনিংসে শীর্ষ ৯ ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরি করার ঘটনা এই প্রথম। এর আগে একবার ১৮৯৩ সালে প্রথম শ্রেণির ম্যাচে প্রথম ৮ ব্যাটসম্যানের হাফ সেঞ্চুরি হয়েছিল।

অভিষেক রহমান (৬১), ঈশ্বরণ (৬৫), সুদীপ ঘারামি (১৮৬), এ মজুমদার (১১৭), মনোজ তিওয়ারি (৭৩), অভিষেক পোরেল (৬৮), শাহবাজ আহমেদ (৭৮), শায়ান মন্ডল (৫৩*) ও আকাশ দীপ (৫৩*) ফিফটি প্লাস রান করেন।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!