Menu
ফাইল ছবি
ঢাকা : প্রথম ম্যাচে ওপেনার মুনিম শাহরিয়ার মাত্র ২ রানেই আউট হয়ে ফেরেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন মাত্র ৮ রান। দলের অন্যতম সেরা ব্যাটার লিটন দাসও ৯ রানের বেশি করতে পারেননি। অলরাউন্ডার আফিফ হোসেন তো রানের খাতাই খুলতে পারেননি। ফলে শঙ্কাটাই সত্যিতে রূপ নিল।
তবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির ফল হলো না। মাঠে অবশ্য বল গড়িয়েছে। ১৩ ওভার ব্যাট করতে পেরেছে বাংলাদেশ দল। তাতে দুর্দান্ত কিছু পাওয়া যায়নি বাংলাদেশি ব্যাটারদের থেকে।
১৩ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৫ রান করেছে বাংলাদেশ। ব্যাটারদের মধ্যে দুই অঙ্কে পৌঁছান কেবল এনামুল হক বিজয় (১০ বলে ১৬), সাকিব আল হাসান (১৫ বলে ২৯) ও নুরুল হাসান সোহান (১৬ বলে ২৫)।
এরপরও দ্বিতীয় ম্যাচে আরও ভালো ব্যাটিংয়ের আশাবাদী হেড কোচ রাসেল ডমিঙ্গোর।
এদিকে কোনো বিরতি না দিয়ে একই ভেন্যু উইন্ডসর পার্কে একই সময়ে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য একাদশে কোনো পরিবর্তন না আনার সম্ভাবনাই বেশি।
পরিত্যক্ত ম্যাচটির একাদশ নিয়েই নামবে বাংলাদেশ।
একনজরে বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ : এনামুল হক বিজয় (ওপেনার), মুনিম শাহরিয়ার (ওপেনার), সাকিব আল হাসান, লিটন দাস, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ দল (সম্ভাব্য) একাদশ : নিকোলাস পুরান (অধিনায়ক), ব্রান্ডন কিং, কাইল মায়ার্স, ডেভন থমাস (উইকেটরক্ষক), রোভম্যান পাওয়েল, কিমো পল, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, আলজারি জোসেফ, ওডেন স্মিথ ও ওবেদ ম্যাককয়।
সোনালীনিউজ/এমএএইচ
© 2025 সর্বস্বত্ব সংরক্ষিত | সোনালীনিউজ.কম
Powered By: Sonali IT