• ঢাকা
  • শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

হঠাৎ এশিয়া কাপ দলে নাঈম শেখ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২২, ২০২২, ০৭:০৪ পিএম
হঠাৎ এশিয়া কাপ দলে নাঈম শেখ

ফাইল ছবি

ঢাকা : হঠাৎ করে বাংলাদেশের এশিয়া কাপের দলে জায়গা পেয়ে গেলেন নাঈম শেখ। দল থেকে বাদ পড়ার পর নাঈম এখন বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করেছেন এই ওপেনার। সেখানে দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরিও হাঁকিয়ে ফের নজর কাড়লেন। জায়গাও পেয়ে গেলেন দলে।

সোমবার (২২ আগস্ট) এক বিবৃতিতে নাঈম শেখের জাতীয় দলে জায়গা পাওয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এশিয়া কাপ খেলতে বাংলাদেশ দল মঙ্গলবার বিকেলে দুবাইয়ের পথে ঢাকা ছাড়বে। নাঈম শেখ টিমের সঙ্গে দুবাইয়ে যোগ দেবেন। 

বিবৃতিতে বিসিবি জানিয়েছে, ‘সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২২ সালের এশিয়া কাপের জন্য বাংলাদেশ দলে জায়গা পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান নাঈম শেখ। ২৩ বছর বয়সী এই বাঁহাতি টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বাংলাদেশের হয়ে ৩৪ ম্যাচ খেলেছেন।’

এদিকে ইনজুরি থেকে ছিটকে গেলেন পেসার হাসান মাহমুদ ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহান। তাদের বাদ পড়াতেই ভাগ্য খুলল নাঈমের।

এশিয়া কাপের বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), আনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, পারভেজ হোসেন ইমন ও নাইম শেখ। 

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!