• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

‘ধমক দিলে, চিৎকার-চেঁচামেচি করলেই ভালো পারফরম্যান্স হয় না’ 


ক্রীড়া ডেস্ক আগস্ট ২৪, ২০২২, ০৫:৩২ পিএম
‘ধমক দিলে, চিৎকার-চেঁচামেচি করলেই ভালো পারফরম্যান্স হয় না’ 

ফাইল ছবি

ঢাকা: টি-টোয়েন্টির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হল রাসেল ডমিঙ্গোকে। এখন থেকে তিনি শুধুমাত্র টেস্ট এবং ওয়ানডে দলের কোচের দায়িত্ব পালন করবেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য নতুন কোচিং প্যানেল বেছে নিয়েছে বিসিবি। বোর্ডের এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন ডমিঙ্গো।

তবে টি- টোয়েন্টির দায়িত্ব হারালেও অন্য একটা দায়িত্ব বেড়েছে ডমিঙ্গোর। এখন থেকে তিনি ঘরোয়া ক্রিকেটও কিছুটা নজর দেবেন। জাতীয় দল থেকে বাদ পড়া ক্রিকেটারদের কীভাবে এবং কোন প্রক্রিয়ায় তাদের ফর্মজনিত সমস্যা ও টেকনিক্যাল বিষয়গুলোর সমাধানে আসবেন, সেদিকেও তিনি মনোযোগ দেবেন। 

সেই কারণেই দেশের ঘরোয়া ক্রিকেট এখন থেকে নিয়মিত তিনি অনুসরণ করবেন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন গত সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন।

তবে সিদ্ধান্তে অখুশি নন ডমিঙ্গো, উল্টো তিনি বললেন, খুবই, খুবই শান্তিতে আছি। এটা কোনো বিষয়ই নয়। আমি টি-টোয়েন্টি দল নিয়ে অনেক চেষ্টা করেছি। বোর্ড ভাবছে, এখন অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেখতে। বোর্ড যদি মনে করে এটাই দলের জন্য ভালো, আমার কোনো সমস্যা নেই। আমার এত অহংকার নেই।

চাপহীন ভাবে খেলতে ক্রিকেটাদের স্বাধীনতা দিতে চেয়েছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একদমই তাদের মতো করে ছেড়ে দিতে চাইনি। তবে চিৎকার-চেঁচামেচি করে খুব একটা লাভ হয় না। যখন ওরা ভুল করে, তখন বাজেভাবে সমালোচনা করলে ক্রিকেটারদের সেরাটা পাওয়া যাবে না। আমি এটাই করতে চাইনি। 

তিনি বলেন, ক্রিকেটাররা ভুল করবে, তাদের সেটা থেকে শিখতে হবে। সে জন্য নিজের মতো করে সিদ্ধান্ত নিতে দিতে হবে। কিন্তু তারা সেটা করতে পারে না। কারণ, তাদের সারাক্ষণ পরামর্শের ওপর রাখা হয়, ধমক দেওয়া হয়। এটা যে একদিক থেকে আসে, তা নয়। চারদিক থেকেই আসে। যে কারণে নিজেদের ক্রিকেটীয় জ্ঞান বাড়ে না। নিজেরা চিন্তা করতে পারে না। ছেলেরা এতে এতই অভ্যস্ত হয়ে গেছে যে সব সময় এখন পরমুখাপেক্ষী হয়ে থাকে।

তিনি আরও বলেন, আপনি ক্রিকেটারদের জিজ্ঞেস করতে পারেন, আমি ড্রেসিংরুমে শান্ত একটা পরিবেশ বজায় রাখার চেষ্টা করেছি। চেয়েছি পরিষ্কার চিন্তাভাবনার ক্রিকেটার তৈরি করতে। কিন্তু দলের আশপাশে এত লোকজনের কথা শোনা যায়, সেটা আমার পক্ষে আর সামলানো সম্ভব ছিল না।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!