ঢাকা : এশিয়া কাপ শুরু হতে আর মাত্র একদিন বাকি। আগামী ২৭ আগস্ট, শনিবার থেকে সংযুক্ত আরব আমিরাতের দুটি ভেন্যুতে শুরু হবে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। সবকটা ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা থেকে।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাচ্ছে এবারের আসর।
আসরে অংশ নিচ্ছে এশিয়ার পাঁচটি টেস্ট খেলুড়ে দলের সঙ্গে একটি সহযোগী দেশ। বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সিঙ্গাপুরকে পেছনে ফেলে মূল পর্বে জায়গা করে নিয়েছে হংকং।
গ্রুপ ‘এ’ তে রয়েছে ভারত, পাকিস্তান ও হংকং। গ্রুপ ‘বি’ তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। গ্রপ পর্ব শেষে সেরা ৪টি দল উঠবে সুপার ফোরে। এখানে রাউন্ড রবিন লিগ শেষে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনালে।
গ্রুপ পর্ব
২৭ অগাস্ট শ্রীলঙ্কা-আফগানিস্তান-বি গ্রুপ-দুবাই-রাত ৮টা
২৮ অগাস্ট ভারত-পাকিস্তান এ গ্রুপ - দুবাই রাত ৮টা
৩০ অগাস্ট বাংলাদেশ-আফগানিস্তান বি গ্রুপ শারজাহ রাত ৮টা
৩১ অগাস্ট ভারত-হংকং এ গ্রুপ দুবাই রাত ৮টা
১ সেপ্টেম্বর বাংলাদেশ-শ্রীলঙ্কা বি গ্রুপ দুবাই রাত ৮টা
২ সেপ্টেম্বর পাকিস্তান-হংকং এ গ্রুপ শারজাহ রাত ৮টা
সুপার ফোর
৩ সেপ্টেম্বর বি১-বি২ সুপার ফোর শারজাহ রাত ৮টা
৪ সেপ্টেম্বর এ১-এ২ সুপার ফোর দুবাই রাত ৮টা ৬ সেপ্টেম্বর
এ১-বি১ সুপার ফোর দুবাই রাত ৮টা
৭ সেপ্টেম্বর এ২-বি২ সুপার ফোর দুবাই রাত ৮টা
৮ সেপ্টেম্বর এ১-বি২ সুপার ফোর দুবাই রাত ৮টা
৯ সেপ্টেম্বর বি১-এ২ সুপার ফোর দুবাই রাত ৮টা
ফাইনাল
১১ সেপ্টেম্বর ফাইনাল দুবাই রাত ৮টা
সোনালীনিউজ/এমএএইচ
আপনার মতামত লিখুন :