• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

‘সাকিব ক্লাসের দুষ্টু ছেলে’


ক্রীড়া ডেস্ক আগস্ট ৩১, ২০২২, ০৬:২৬ পিএম
‘সাকিব ক্লাসের দুষ্টু ছেলে’

ফাইল ছবি

ঢাকা : ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা বাংলাদেশ ক্রিকেটের প্রাণভোমরা সাকিব আল হাসানকে ক্লাসের দুষ্টু ছেলের সঙ্গে তুলনা করেছেন। সেই সঙ্গে সাকিব তার সামর্থ্যের সবটুকু দিয়ে বাংলাদেশের ক্রিকেটকে কতটা এগিয়ে নিতে পারেন, সেটি দেখতে মুখিয়ে থাকার কথাও বলেছেন তিনি।

ভারতীয় এক ক্রিকেটসাইটকে এমনটাই বলেন জাদেজা। ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, ‘ক্লাসের দুষ্টু ছেলেকে মনিটর করলে সে ক্লাস সামলে নেবেই। আমি দেখতে মুখিয়ে আছি সাকিব কীভাবে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যায়। ওর সামনে সুযোগ আছে এই ফরম্যাটে দলের সামর্থ্য প্রমাণের।’

সাকিবকে বোর্ডের সঙ্গে ঘনঘন ঝামেলায় জড়ানোয় ‘ক্রিকেটের প্রবলেম চাইল্ড’ হিসেবে আখ্যা দেন সাবেক এই ক্রিকেটার।

আলোচনা আর সাকিব আল হাসান যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ। বেশ কয়েক বছর ধরে অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে নিজেকে নিয়ে সারাক্ষণই আলোচনা চলতে থাকুক, এমনটাই যেন চান দেশসেরা এই অলরাউন্ডার।

সেই সঙ্গে বোর্ডের সঙ্গে দুই দিন পরপরই চলে তার মনোমালিন্য। কখনও খেলা নিয়ে, কখনওবা খেলার বাইরের কর্মকাণ্ড নিয়ে বিসিবিকে এক প্রকার দৌড়ের ওপরই রাখেন যেন সাকিব।

যে কারণে প্রায় সময়ই বলতে শোনা যায়, ‘সাকিব যেভাবে বিসিবি সভাপতিকে জ্বালান, সেভাবে কোনো ছেলে তার বাবাকে জ্বালায় না।'

বাস্তবেও এমন নজির আছে যাতে করে কথাটার সত্যতা প্রতিষ্ঠিত হয়।

কিন্তু এত কিছুর পরও সকল আলোচনা-সমালোচনার জবাব সাকিব দেন ২২ গজে। আর এ কারণেই সাকিবকে ‘ক্লাসের সবচেয়ে দুষ্টু’ ছেলের তকমা দিলেন অজয় জাদেজা।

জাদেজা বলেন, ‘এটা তো স্বাভাবিক, সে যদি সাধারণ কোনো বাচ্চা হতো, তাহলে সে সাধারণ একজন ক্রিকেটার হতো। ওকে ভিন্নভাবে চিন্তা করতে হয়, ভিন্নভাবে কাজ করতে হয়। এমনটা হবেই। এখানে অনেক সময় বাচ্চাকে বুঝতে হবে মা-বাবাকেই (বোর্ড) আসল বস।’

তিনি আরও বলেন, ‘সেটি করা সম্ভব না হলে, তাকে বাড়ি ছেড়ে নিজের মতো করে জীবনযাপন করতে হবে। এ ক্ষেত্রে এটা তো আর সম্ভব না। কারণ, আপনি যখন দেশের হয়ে খেলবেন তখন বোর্ডের অধীনে আপনাকে থাকতে হবে। আপনাকে এটা বুঝতে হবে।’

তবে এই সমস্যার সমাধান শিগগিরই হবে না বলেও মনে করেন জাদেজা।

তিনি বলেন, “তরুণ বয়সে এসব আসলে মাথায় আসে না। সে হয়তো ভাবত, ‘আমি অনেক ভালো খেলি, আমি ভালো করব তাহলে বোর্ড কেন আমার কথা শুনবে না?’ কিন্তু এখন এটা আর হচ্ছে না, এই যুদ্ধটা শেষ।”

জাদেজা বলেন, ‘আমি আশা করছি এই মুহূর্তে সব সমাধানে আছে, যেখানে বোর্ড ও সাকিব দুজনই নিজেদের অবস্থান সম্পর্কে জানে। বোর্ড হয়তো এটা মানে যে এটা আমাদেরই ছেলে, সাকিবও এটা মানে এরা মুরব্বি (বোর্ড), এদের সঙ্গে লড়াই করে আমি কোথায় যাব?’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!