• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সুজনের মন্তব্যে ফুঁসছে শ্রীলঙ্কা, টুইটারে হুঁশিয়ারি সাবেক তারকাদের


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১, ২০২২, ১২:৪৮ পিএম
সুজনের মন্তব্যে ফুঁসছে শ্রীলঙ্কা, টুইটারে হুঁশিয়ারি সাবেক তারকাদের

ফাইল ছবি

ঢাকা : আফগানিস্তানের সঙ্গে বাজেভাবে হারার পর সংবাদ সম্মেলনে সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে শ্রীলঙ্কার পরবর্তী ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন শানাকা। বাংলাদেশে সাকিব এবং মুস্তাফিজ ছাড়া আর কোনো বিশ্বমানের বোলার নেই এবং আফগানিস্তানের চেয়ে বাংলাদেশকেই তার সহজ প্রতিপক্ষ মনে হয় বলে উল্লেখ করেছিলেন তিনি।

এইদিকে দাসুন শানাকার জ্বালিয়ে দেওয়া আগুনের উত্তাপ বাড়ছেই। বাংলাদেশি বোলারদের তুচ্ছ করে লঙ্কান অধিনায়কের দেওয়া বিতর্কিত মন্তব্যের জের ধরে দুই পক্ষের মধ্যে কথার লড়াই ক্রমেই তীব্র হচ্ছে। সবশেষ এই বাকযুদ্ধে যোগ দিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে।

শ্রীলঙ্কার অধিনায়কের সেই বক্তব্যের প্রতিক্রিয়ায় মাঠে জবাব দেওয়ার কথা বলেছিলেন বাংলাদেশ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে শানাকার জ্বালিয়ে দেওয়া আগুনে সত্যিকার অর্থে ঘি ঢেলেছেন বাংলাদেশ দলের টিম ডিরেক্টর এবং সাবেক ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গ্রুপ পর্বের বাঁচামরার লড়াইয়ের আগে সংবাদ সম্মেলনে সুজন বলেন, ‘আমি জানি না শানাকা কেন এমন বলেছে। আমি শুনেছি যে সে বলেছে, বাংলাদেশের সাকিব ও মুস্তাফিজ বাদে বোলার নাই। আমি তো শ্রীলঙ্কার কোনো বোলারই দেখি না। আমাদের অন্তত দুজন আছে। তাদের সাকিব-মুস্তাফিজের মানেরও কোনো বোলার নাই।’

সুজনের এই মন্তব্য ক্ষুব্ধ হয়ে দেশটির ফিল্ডিং কোচ পিয়াল বিজেতুঙ্গা ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি এই মন্তব্য জানতাম না। শুধু পরিসংখ্যান দিয়ে কোয়ালিটি বোলার বিবেচনা করা যায় না। প্রতিটি দলেরই মানসম্পন্ন বোলার আছে, না হলে তারা এখানে থাকতো না। আমি জানি না এটা কে বলেছে, আমি এটা বিশ্বাস করি না।’

সুজনের সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ রিটুইট করে জয়াবর্ধনে লিখেছেন, ‘শ্রীলঙ্কার বোলারদের মাঠে নিজেদের ’ক্লাস’ দেখানোর সময়। এছাড়া ব্যাটসম্যানদেরও মাঠে নিজেদের জাত চেনানোর এটাই মোক্ষম সময়।’

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাঁচামরার লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!