• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

ব্যর্থ এশিয়া কাপ শেষে দেশে ফিরলো টাইগাররা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২২, ১০:৪৩ এএম
ব্যর্থ এশিয়া কাপ শেষে দেশে ফিরলো টাইগাররা

ছবি : সংগৃহীত

ঢাকা : বাংলাদেশ ক্রিকেট দল দারুণ কিছু করার প্রত্যয়ে এশিয়া কাপের মিশন শুরু করেছিল। তবে ছয় দলের মধ্যে সবার আগে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে সাকিব আল হাসানের দল।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর দুবাইয়ে আর বেশিদিন থাকলো না বাংলাদেশ দল। 

একদিন পর শুক্রবার রাতেই বাংলাদেশের উদ্দেশ্যে উড়াল দেয় টাইগার ক্রিকেটাররা। আজ (৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছে যায় ক্রিকেটার এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা।

এদিকে দলের দেশে ফেরা নিয়ে বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম জানান, ২৩ তারিখে দুবাইয়ে উড়াল দেওয়ার সময় অবশ্য রিটার্ন টিকিট নিশ্চিত করে রাখা হয়নি। বৃহস্পতিবার দল হারের পর শুক্রবারের টিকিট ব্যবস্থা হওয়ায় উড়াল দেয় দল। যদিও এশিয়া কাপে আরও ভালো কিছুর প্রত্যাশা ছিল টিম ম্যানেজমেন্টের।

এবারের এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপ পর্বে আফগানিস্তান এবং শ্রীলঙ্কার কাছে হেরে বাদ পড়ে যায়। আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেট এবং শ্রীলঙ্কার বিপক্ষে স্নায়ুক্ষয়ী ম্যাচে ২ উইকেটের হার দেখে বাংলাদেশ ক্রিকেট দল।
  
সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!