• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৭, ২০২২, ০৫:৪৯ পিএম
একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ

ফাইল ছবি

ঢাকা : নারী ফুটবল দল সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জয় করে। এবার ফিফা ফ্রেন্ডলি ম্যাচে সেই দশরথ স্টেডিয়ামেই স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নামছে পুরুষ ফুটবল দল। এ পরীক্ষার আগে দলে তিন পরিবর্তন এনেছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা।

ডিফেন্সে তারিক কাজীর পরিবর্তে রিমন হোসেনকে সুযোগ দিয়েছেন কাবরেরা। আগের ম্যাচে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আতিকুর রহমান ফাহাদ জামাল ভূঁইয়াকে সঙ্গ দিয়েছিলেন। এই ম্যাচে ফাহাদের পরিবর্তে শুরুতেই নামবেন হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস। ফরোয়ার্ড পজিশনে আগের ম্যাচে খেলেছিলেন সুমন রেজা। এই ম্যাচে শুরুতে থাকছেন সাজ্জাদ হোসেন।  

২২ সেপ্টেম্বর বাংলাদেশ ১-০ গোলে কম্বোডিয়াকে হারিয়েছিল। সেই ম্যাচে একমাত্র গোলটি করেছিলেন রাকিব হোসেন। বাংলাদেশ সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফিফা উইন্ডোতে দু'টি ম্যাচ খেলছে। আজকের ম্যাচ শেষে আগামীকালই জামাল ভূঁইয়ারা দেশে ফিরবেন।  

বাংলাদেশের প্রথম একাদশ : আনিসুর রহমান জিকো (গোলরক্ষক), রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, বিশ্বনাথ ঘোষ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জামাল ভূঁইয়া, বিপলু আহমেদ, মতিন মিয়া, সাজ্জাদ হোসেন ও রাকিব হোসেন ।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!