• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৩ পৌষ ১৪৩০

সাব্বিরের এক শটে মুগ্ধ সিডন্স, দেখতে চান বারবার


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০২২, ০৪:১১ পিএম
সাব্বিরের এক শটে মুগ্ধ সিডন্স, দেখতে চান বারবার

ঢাকা : আরব আমিরাতের বিপক্ষে ওপেনার সাব্বির রহমান ফর্মে ফিরতে না পারলেও আরেক ওপেনার মেহেদী মিরাজের ব্যাটিংয়ে বেশ খুশি জেমি সিডন্স। মিরাজকে টপ অর্ডারে নেমে শুধু খেলার স্বাধীনতা দেওয়া হয়েছে। সে দারুণ করছে বলেও জানান টাইগারদের এই অস্ট্রেলিয়ান কোচ।

যদিও টি-টোয়েন্টি সিরিজ খেলতে দুবাইয়ের বিমান ধরার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছিল ক্রিকেটার সাব্বির রহমানকে নিয়ে ট্রল। কেননা, এই ব্যাটারকে নিয়মিত টিকটকে ভিডিও বানাতে দেখা গেছে, একই সময়ে মাঠের পারফরম্যান্স ছিলো মলিন যে কারণে হয়েছেন ট্রলের শিকার। 

বিশেষ করে- সময়ের জনপ্রিয় গানের লিরিক- ‘আমি খাইছি ব্যবসায় লস, আমার লগে মজা লস।’ -এমন সব গানে লিপ দিয়ে ভিডিও করার পর মাঠের ক্রিকেটে নেমে সবশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করে ৩ বলে শূন্য এবং ৯ বলে ১২ রান।

সাব্বির রহমানের এমন পারফরম্যান্সকে ব্যর্থতা হিসেবেই দেখছেন সবাই। যদিও টাইগারদের ব্যাটিং কনসালট্যান্ট সিডন্স সাব্বিরের রঙহীন এমন ব্যাটিংকেও ইতিবাচক বলছেন। জেমির মতে, শেষ টি-টোয়েন্টিতে গতকাল সাব্বির একটি ছয় মেরেই দেখিয়ে দিয়েছেন ব্যাট হাতে সে কী করতে পারেন। 

গতকাল মঙ্গলবার বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় সাব্বিরকে নিয়ে সিডন্স বলেন, ‘সাব্বির এখনো ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা করছে। আজকে সে একটি শটের মাধ্যমে দেখিয়েছে ব্যাট হাতে কী করতে পারে। আমরা এটি আরও বেশি দেখতে চাই।’

এছাড়া মঙ্গলবার দলের ব্যাটিংয়ের সন্তুষ্টি প্রকাশ করে সিডন্স বলেছেন, ‘এখানে দেখলাম, এর আগে এশিয়া কাপেও দেখেছি। আমরা খুব ভালো ব্যাটিং করেছি। হয়তো বোলিংয়ে কিছু উন্নতি করতে হবে, যা এই সিরিজে আমরা খুব ভালো করেছি। আমরা দারুণ বোলিং করেছি।’

এ নিয়ে সিডন্স বলেছেন, ‘হ্যাঁ, আমি খুশি, বিশেষ করে মিরাজের ওপর। মিরাজ বেশ ভালোভাবে এগিয়ে এসেছে। ওর আত্মবিশ্বাস এখন উঁচুতে। আমি ওকে টেস্ট ও ওয়ানডেতে দেখেছি ভালো ব্যাট করতে। এখন শুধু ওকে বাড়তি লাইসেন্স দেওয়া হয়েছে টপ অর্ডারে নেমে শট খেলার। সে দারুণ করছে।’

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!