• ঢাকা
  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১

১৪৯ রান করলেই মূল পর্বে নামিবিয়া, বাদ পড়বে যে দল


ক্রীড়া ডেস্ক অক্টোবর ২০, ২০২২, ০৩:৩৮ পিএম
১৪৯ রান করলেই মূল পর্বে নামিবিয়া, বাদ পড়বে যে দল

ঢাকা: টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে নামিবিয়া এবং সংযুক্ত আরব আমিরাত। এই ম্যাচের ফলাফলের উপর নির্ভর করছে দুই দলের বিশ্বকাপ ভাগ্য। 

ইতোমধ্যে টানা দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বাদ পড়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। অন্যদিকে নেদারল্যান্ডসকে হারিয়ে এই গ্রুপ থেকে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটে ফেলছে শ্রীলঙ্কা।

আমিরাতের বিপক্ষে এখন কেবল জিতলেই মূল পর্বে শ্রীলঙ্কার সঙ্গী হবে নামিবিয়া। আর হারলেই মূল পর্বে উঠে যাবে ৪ পয়েন্ট অর্জন করা অন্য দিল নেদারল্যান্ডস।

মূল পর্বে ওঠার লক্ষ্যে আমিরাতের বিপক্ষে ১৪৯ রান করতে হবে গেরহার্ড এরাসমাস-ডেভিস ভিসার দলকে। গিলংয়ে এদিন টসে জিতে আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৪৮ রান করেছে আরব আমিরাত।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!