• ঢাকা
  • বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

মেসির হাতে বিশ্বকাপ, আনন্দে ভাসছেন টাইগাররা 


ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১৯, ২০২২, ০৬:০৬ পিএম
মেসির হাতে বিশ্বকাপ, আনন্দে ভাসছেন টাইগাররা 

ঢাকা: অধিনায়ক হিসেবে দলকে এক সুতোয় বাঁধার কাজটা বেশ ভালোভাবেই করতে সক্ষম হয়েছেন লিওনেল মেসি। নিজে তো চোখধাঁধানো পারফরম্যান্স করেছেনই, সঙ্গে অনুপ্রেরণা দিয়ে উজ্জীবিত রেখেছেন পুরো দলকে। 

তাইতো তার জন্য সবকিছু উজাড় করে দিয়ে খেলেছেন সতীর্থরা। মহাতারকার হাতে বিশ্বকাপ ট্রফি দেখতে চেয়েছিলেন তারাও। আলেক্সিস মাক আলিস্তের যেমন বললেন, মেসির কারণেই বিশ্ব জয় করতে পেরেছে আর্জেন্টিনা। 

কাতার বিশ্বকাপের শ্বাসরুদ্ধকর ফাইনালে রোববার টাইব্রেকারে ৪-২ ব্যবধানে ফ্রান্সকে হারায় আলবিসেলেস্তেরা। ১২০ মিনিটের লড়াই ৩-৩ সমতায় শেষ হলে পেনাল্টি শুটআউটে ব্যবধান গড়ে দেন গোল্ডেন গ্লাভস জেতা এমিলিয়ানো মার্টিনেজ। 

এমন অর্জনে উচ্ছ্বসিত আর্জেন্টিনা ও মেসির সমর্থকেরা। উল্লাসের সে ঢেউ এসে স্পর্শ করেছে বাংলাদেশ ক্রিকেটকেও। বাংলাদেশ ক্রিকেটের বড় একটি অংশ আর্জেন্টিনার সমর্থক। 

সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বর্তমান টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানের নাম এ ক্ষেত্রে সবার আগে আসবে। কাল দুজনই আর্জেন্টিনার শিরোপা জয়ের উল্লাসে যোগ দিতে রাস্তায় নেমেছেন।

গতকাল রাতে সাকিব গায়ে মেসির জার্সি জড়িয়ে গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। রাস্তায় আর্জেন্টিনার সমর্থকদের সঙ্গে জয় উদ্‌যাপন করতে দেখা যায় সাকিবকে। গাড়ির স্টিয়ারিংয়ে বসেই মেসির জার্সি ঝাঁকিয়ে প্রিয় দল ও প্রিয় ফুটবলারের শিরোপা জয়ের উল্লাস প্রকাশ করেন।

মাশরাফিও প্রিয় দলের শিরোপা জয়ে বুনো উল্লাস করেছেন। অনেক মানুষের ভীড়ে দাঁড়িয়ে ঢোল বাজিয়ে প্রিয় দলের সাফল্য উদ্‌যাপন করেন তিনি। সঙ্গে মাশরাফির ছেলেমেয়েও ছিল।

সেই ভিডিও নিজের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করে মাশরাফি ক্যাপশনে লিখেছেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদ্‌যাপনটা বাচ্চাদের সঙ্গেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশা আল্লাহ কোনো একদিন বাংলাদেশের জন্য এমন উদ্‌যাপন করতে চাই।’

বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনেকেই ফাইনাল ম্যাচটা দেখেছেন চট্টগ্রামের টিম হোটেলে। চট্টগ্রামে টেস্ট শেষে করে ঢাকায় ফিরেছেন শুধু সাকিবই। দলের বাকিরা ঢাকায় ফিরেছেন আজ।

তার আগে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটা দলের সবাই মিলে একসঙ্গে দেখার অভিজ্ঞতা হলো ক্রিকেটারদের। মেসির হাতে ট্রফি দেখতে পেয়ে দলের সবাই খুশি। কাল লিটন দাস নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে মেসির ট্রফি উঁচিয়ে ধরার ছবি পোস্ট করে লিখেছেন, ‘এখনো বিশ্বাস হচ্ছে না। কী এক ম্যাচ আর আর্জেন্টিনার কী এক জয়! মেসি, আপনি এর যোগ্য।’

চট্টগ্রাম টেস্টে অভিষেক হওয়া তরুণ ব্যাটসম্যান জাকির হাসান তো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক স্টোরি দিয়েই যাচ্ছিলেন। জাকির নিজেও আর্জেন্টিনার ভক্ত। দীর্ঘ অপেক্ষার পর মেসির হাতে ট্রফি দেখতে পাওয়ার আনন্দটা অন্য রকম। মেসির ট্রফি নেওয়ার ছবিতে লিটনের মতো তিনিও লিখেছেন, ‘আপনিই এর যোগ্য।’

নাজমুল হোসেন তো ধারাভাষ্যকারের কথাটা হুবহু লিখে দিয়েছেন তার সামাজিক যোগাযোগমাধ্যমে। মেসির ট্রফি নিয়ে উদ্‌যাপনের মুহূর্তের ভিডিও করে তিনি সেটার ক্যাপশনে লেখেন, ‘ট্রফিটা হস্তান্তর হলো ‘জিনিয়াস’ লিও মেসির হাতে। চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।’ 

টাইগারদের আরো অনেকেই মেসির বিশ্বকাপ জয়ে অভিনন্দন জানিয়েছেন।

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!